Post Office investment plan:স্বল্প বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট সময় শেষে একটা বড় অঙ্কের টাকা ফেরত পাওয়া প্রত্যেক সাধারণ মানুষের কাছেই একটা বড়সড় স্বস্তির কারণ।
এবার মাসে মাসে বা ত্রৈমাসিক কিংবা বার্ষিক একটি টাকা জমিয়ে নির্ধারিত সময় বা মেয়াদ শেষে বিপুল অঙ্কের টাকার মালিক হতে পারেন আপনিও। দারুণ এই স্কিম নিয়ে এসেছে ভারতীয় ডাক বিভাগ। বিশেষ করে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি দারুণ কার্যকরী হতে পারে।
প্রতিদিন ৫০ টাকা করে জমিয়ে আপনি ৩৫ লক্ষ টাকার মালিক হতে পারেন একটা নির্দিষ্ট সময় পর। Post Office-এর আকর্ষণীয় স্কিমটির নাম গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পে প্রতিদিন মাত্র ৫০ টাকা করে জমিয়ে অর্থাৎ মাসে দেড় হাজার টাকা সঞ্চয় করে ভবিষ্যতে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত একটি তহবিল গড়ে ফেলতে পারেন সাধারণ মানুষ।
আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন
গ্রাম সুরক্ষা যোজনা :
পোস্ট অফিসের বিশেষ এই স্কিমটিতে ১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারেন। বিশেষ এই স্কিমটিতে সবচেয়ে কম ১০ হাজার এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। পোস্ট অফিসের স্কিমটিতে প্রতি মাসে কিংবা ৩ মাস অন্তর অথবা ৬ মাস অন্তর অথবা বার্ষিক প্রিমিয়ামের অঙ্ক জমা করা যেতে পারে।
আরও পড়ুন- Shibu Soren Death : 'ঝাড়খণ্ডের আত্মার রূপকার', শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-অভিষেকের
পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা হল সম্পূর্ণ জীবন বীমা পলিসি যা উপভোক্তার সারা জীবনের বীমা কভারেজ দিয়ে থাকে। এই পলিসির মেয়াদের মধ্যে আবেদনকারীর মৃত্যু হলে নমিনি মৃত্যু ভাতার পরিমাণ দাবি করতে পারেন।
আরও পড়ুন- Kankalitala: সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!
পোস্ট অফিসের এই স্কিমটিতে প্রিমিয়াম দেওয়ার জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড মিলবে। ৪৮ মাসের প্রিমিয়াম দেওয়া পর বিমাকৃত ব্যক্তি ঋণের যোগ্য বলে বিবেচিত হবেন। ঋণ নিলে সুদের হার হবে ১০ শতাংশ। বিশেষ এই স্কিমে ভারতীয় আয়কর আইনের অধীনে ধারা ৮০ সি এবং ধারা ৮৮-এর অধীনে কর ছাড়ের সুবিধা মিলবে।