Bengali migrant worker abuse:নৃশংসতার সব সীমা পার! মজুরির টাকা চাইলে ভিনরাজ্যে বাংলার শ্রমিকের কান কেটে নেওয়ার অভিযোগ

Bengali migrant worker abuse: ভিনরাজ্য থেকে কোনও রকমে প্রাণ নিয়ে নিজের রাজ্যে ফিরেছেন ওই পরিযায়ী শ্রমিক। থানায় অভিযোগ দায়ের করেছেন।

Bengali migrant worker abuse: ভিনরাজ্য থেকে কোনও রকমে প্রাণ নিয়ে নিজের রাজ্যে ফিরেছেন ওই পরিযায়ী শ্রমিক। থানায় অভিযোগ দায়ের করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai mistreatment of Bengali migrant workers,  Bengali migrant worker abuse in Maharashtra,  Language-based assault on workers Mumbai  ,Birbhum migrant worker harassed in Mumbai  ,Bengali migrant rescue mission Mumbai,  Linguistic profiling migrant workers India,  Bengali-speaking worker detention Maharashtra  ,Aadhaar, voter ID seized migrant workers,  TMC rescue team Mumbai migrant issue  ,West Bengal migrant worker violence,মুম্বইয়ে বাংলা-ভাষী পরিযায়ী শ্রমিক নির্যাতন  ,বীরভূম পরিযায়ী শ্রমিক নির্যাতন মহারাষ্ট্র,  বাংলা শ্রমিক অবমাননা মুম্বই  ,পরিযায়ী শ্রমিক সুরক্ষা কলকাতা থেকে তৎপরতা,  বিরভূমের শ্রমিক আটক ও নির্যাতন  ,মুম্বইয়ে ভাষাগত নির্যাতন,  বাঙালি মাইগ্র্যান্ট শ্রমিক নির্যাতন মহারাষ্ট্র  ,তৃণমূল উদ্ধার দল মুম্বই  ,ভাষা-ভিত্তিক হেনস্থা বাঙালি শ্রমিক

Nalhati Police Station: নলহাটি থানা।

এমন নৃশংস ঘটনার উদাহরণ এর আগে খুব কমই এসেছে। কাপুরুষোচিত, বর্বরোচিত, পৈশাচিক...এমন আচরণের যেন কোনও বিশেষণই যথেষ্ট হয় না...!! গত কয়েক মাসে ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের নানা দুর্ভোগ-যন্ত্রণার কথা সামনে এসেছে। তবে এবার যা হল তা যেন আগের সব ঘটনাকে ছাড়িয়ে গিয়েছে। হাড়ভাঙা পরিশ্রমের পর মজুরির পাওনা টাকা চাইতে গেলে বাংলার পরিযায়ী শ্রমিকের দুটো কান কেটে নেওয়ার অভিযোগ উঠল মুম্বই শহরের এক ঠিকাদারের বিরুদ্ধে।

Advertisment

দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরের এক ঠিকাদার সংস্থার হয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন বীরভূমের নলহাটির বাসিন্দা রাহুল সিং। মাস পাঁচ-ছয় আগে ওই সংস্থার হয়ে মুম্বইয়ের মালাট এলাকায় তিনি শ্রমিকের কাজে গিয়েছিলেন। সম্প্রতি বাড়ি ফেরার জন্য ঠিকাদারের কাছে নিজেরই মজুরির পাওনা টাকা তিনি চাইতে গিয়েছিলেন।

অভিযোগ টাকা চাইতে গেলে তাঁকে হেনস্থার শিকার হতে হয়। এরপর স্থানীয় থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দেন জানান রাহুল সিং নামে বাংলার ওই পরিয়ায়ী শ্রমিক। এরপরে তার ওপর নেমে আসে পৈশাচিক আক্রমণ। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের প্রকৃতির ধ্বংসলীলা! ভূস্বর্গে মেঘ-ভাঙা বৃষ্টি, হড়পা বাণ, স্রোতের তোড়ে ভেসে মৃত কমপক্ষে ১০

ভিনরাজ্যে ওই বাংলার যুবকের ওপর ঠিকাদার তার লোকজন দিয়ে হামলা চালায়। বাংলার ওই পরিযায়ী শ্রমিকের দুটো কান কেটে নিয়েছে ঠিকাদারের লোকজন। হাতে পায়ে ধরে কোনও রকমে দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন নলহাটির ওই যুবক। 

আরও পড়ুন-Sundarban:সুন্দরবনে একেবারে তিন তিনটি বাঘের সামনে পর্যটকের দল! পরের ঘটনা জানলে...

এরপর কোনওভাবে সেখান থেকে পালিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসা করান ওই যুবক। তবে হাজারও চেষ্টাতেও তার কেটে যাওয়া দুটো কান জোড়া লাগাতে পারেননি চিকিৎসকরা।

আরও পড়ুন-Kolkata Reclaim the Night Protest: আবারও ‘রাত দখল’, 'রাতভর' মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে ফের রাজপথে জনগর্জন

দিন কয়েক মুম্বইয়ে থেকে চিকিৎসা করানোর পর শেষমেষ বীরভূমের নলহাটিতে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিক রাহুল সিং। নলহাটি থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ।

mumbai Migrant labour Bengali News Today torture