/indian-express-bangla/media/media_files/2025/07/04/tiger-deaths-in-india-2025-07-04-10-17-44.jpg)
Royal Bengal Tiger:রয়্যাল বেঙ্গল টাইগার।
Sundarban Royal Bengal Tiger:আবারও সুন্দরবনে মাঝ নদীতে দক্ষিণরায়ের দর্শন পেলেন পর্যটকরা। তিনটি পূর্ণবয়স্ক বাঘ নদী পেরিয়ে সেই সময়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। তখনই পর্যটকরা লেন্সবন্দি করেছেন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারকে।
গত কয়েক বছরে সুন্দরবনে বেড়াতে গিয়ে প্রায়ই দক্ষিণরায়ের দর্শন পেয়েছেন পর্যটকরা। কখনও নিজের মেজাজে নদীর পাড়ে জল খেতে আসতে দেখা গিয়েছে বাঘকে, কখনও আবার শাবকদের সঙ্গে নিয়ে সুন্দরবন এলাকার নদী পেরোতে দেখা গিয়েছে বাঘিনীকে। ফের একবার সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দর্শন পেলেন পর্যটকরা।
মাঝ নদীতে খানিক দূরে লঞ্চ থেকে সেই বাঘেদের নদী পেরনোর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। সুন্দরবনের পিরখালি এলাকায় পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে এই বাঘেদের নদী পেরনোর দৃশ্য।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থেকে এমবি জয় বাবা ভোলানাথ নামে একটি লঞ্চ নিয়ে বেশ কিছু পর্যটক সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন।
পিরখালি জঙ্গলের কাছে মাঝ নদীতে তিনটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান তাঁরা। তখনই মুঠোফোনে সেই দারুণ দৃশ্য অনেকে বন্দি করেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।