Advertisment

Eastern Rail: হাওড়া ও শিয়ালদহ থেকে রোজ কতগুলি ট্রেনের শহরতলীতে যাতায়াত? জানলে মাথা ঘুরে যাবে!

Eastern Rail: প্রতিদিন শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে শহরতলীতে গুচ্ছ গুচ্ছ ট্রেন যাতায়াত করে। শহরতলীর যাত্রীদের কলকাতা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল এই রেলপথ। জানেন কি রোজ হাওড়া ও শিয়ালদহ থেকে কতগুলি ট্রেন শহরতলীতে যাতায়াত করে? এ ব্যাপারে বিস্তারিত একটি তথ্য দিয়েছে পূর্ব রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Local Train, Sealdah Division, Eastern Railway

প্রতীকী ছবি।

Eastern Rail: সেই ভোর রাত থেকে শুরু করে একেবারে গভীর রাত পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ থেকে শহরতলীতে ছুটে যায় একের পর এক লোকাল ট্রেন। আবার শহরতলী থেকে হাওড়া-শিয়ালদহে ফেরেও বহু ট্রেন। শহরতলীর এলাকাগুলি থেকে কলকাতার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল এই সাব আর বান ট্রেনের রুটগুলি। প্রতিদিন হাওড়া ও শিয়ালদহ থেকে কত ট্রেন শহরতলীতে যাতায়াত করে? জানলে অবাক হবেন আপনিও! পূর্ব রেলের তরফে এব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে। একটি বিবৃতি দিয়ে এই তথ্য দিয়েছে পূর্ব রেল।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি :

হাওড়া  ও কলকাতা থেকে শহরতলীর বিভিন্ন জায়গায় যোগাযোগের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হল পূর্ব রেলের সাব-আরবান ট্রেন রুটগুলি। প্রতিদিন লাখো মানুষ এই ট্রেনগুলির উপর নির্ভর করে তাদের দৈনন্দিন যাতায়াতের জন্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, হাওড়া বা শিয়ালদহ থেকে সারাদিনে ঠিক কতগুলো সাবারবান ট্রেন চলাচল করে ? পরিসংখ্যানটা জেনে আপনি অবাক হবেন। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, সারাদিনে অর্থাৎ ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন ১২৬৫টি সাব-আরবান ট্রেন যাতায়াত করে। 

হাওড়া থেকে ৩৮০ এবং শিয়ালদহ থেকে ৮৮৫ টি ট্রেন প্রতিদিন যাত্রীদের নিয়ে গন্তব্যের পথে রওনা দেয়। শহরতলীর বিভিন্ন এলাকায় যোগাযোগের জন্য এই ট্রেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আসুন শিয়ালদহ ডিভিশনের কিছু উল্লেখযোগ্য রুটের সাব-আরবান ট্রেন চলাচলের সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ এবং ব্যারাকপুর এর মধ্যে ১৩ টি আপ এবং ১৪ টি ডাউন, শিয়ালদহ থেকে নৈহাটির মধ্যে ১৭ টি আপ ১৮ টি ডাউন, শিয়ালদহ থেকে বনগাঁর মধ্যে ২৬ টি আপ ২৪ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে ডানকুনির মধ্যে আপ এবং ডাউনে ২০ টি করে, শিয়ালদহ থেকে গেদের মধ্যে ১০ আপ এবং ৯ টি ডাউন, শিয়ালদহ থেকে ক্যানিং এর মধ্যে ২৪ টি আপ এবং ২২ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ১৯ আপ এবং ১৯ টি ডাউন ও উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার এর মধ্যে ২৬ টি আপ এবং ২৫ টি ডাউন, শিয়ালদহ থেকে বজবজের মধ্যে উভয় দিকেই ২৫ টি, শিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর এর মধ্যে ২৪ টি আপ এবং ২৩ টি ডাউন, শিয়ালদহ থেকে হাসনাবাদের মধ্যে ১২ টি আপ ১৪ টি ডাউন এছাড়াও রানাঘাট থেকে বনগাঁর মধ্যে ১৭ টি আপ এবং ১৬ টি ডাউন ট্রেন যাতায়াত করে।

আরও পড়ুন- Eastern Rail: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল, জানুন বিস্তারিত

হাওড়া ডিভিশনের কিছু উল্লেখযোগ্য সাব-আরবান ট্রেন রুটের পরিসংখ্যান নিম্নরূপ -

হাওড়া - বর্ধমান ভায়া কর্ড রুটে ২৩ টি আপ এবং ২০ টি ডাউন, হাওড়া - বর্ধমান মেন রুটে ২৪ টি আপ ২২ টি ডাউন, হাওড়া - ব্যান্ডেল রুটে ৪২ টি আপ এবং ৪১ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে ১১ টি আপ ১১ টি ডাউন, হাওড়া থেকে কাটোয়ার মধ্যে উভয়দিকেই ৯ টি করে, হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে ২০ আপ এবং ২৩ টি ডাউন, এছাড়াও বর্ধমান কাটোয়া রুটে উভয়দিকেই ৬ টি করে এবং ব্যান্ডেল নৈহাটি রুটে উভয় দিকে ১৯ টি করে ট্রেন যাতায়াত করে।

আরও পড়ুন- BT Road Blockade: নাগরিক প্রতিবাদে 'মত্ত' সিভিক ভলান্টিয়ারের 'হুজ্জুতি', ভোর থেকে টানা অবরোধ সিঁথির মোড়ে

হাওড়া ও শিয়ালদহ থেকে এই বিপুল সংখ্যক ট্রেনের চলাচল শহরের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলেছে। পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে প্রতিনিয়ত ট্রেন পরিষেবা উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এই সাবারবান ট্রেনগুলির মাধ্যমে আরও বেশি সংখ্যক যাত্রী সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতের সুবিধা পাবেন।

আরও পড়ুন- পুজোয় উত্তরবঙ্গ? টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

Eastern Railway Local Train Sealdah Howrah Division
Advertisment