Advertisment

Eastern Rail: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল, জানুন বিস্তারিত

Kaushiki Amavasya 2024-Eastern Rail: প্রতি বছরই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বীরভূমের শক্তিপীঠ তারাপীঠে বিপুল ভক্তের সমাগম হয়। পুণ্য এই তিথিতে মা তারার কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত এসে জড়ো হন। ভক্ত সাধারণের সুবিধার্থেই কৌশিকী অমাবস্যার জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। কবে কবে, কোথা থেকে ছাড়বে এই ট্রেন? স্টপেজ কোথায় কোথায়? বিশেষ এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিতভাবে জানানো হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kaushiki Amavasya 2024, Eastern Rail, Tarapith, কৌশিকী অমাবস্যা, স্পেশাল ট্রেন, পূর্ব রেল, তারাপীঠ

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার জন্য ভক্তদের জন্য স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।

Kaushiki Amavasya 2024: প্রতিবারই কৌশিকী অমাবস্যায় শক্তি পীঠ তারাপীঠে বিপুল ভক্ত সমাগম হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্তের দল পুণ্য এই তিথিতে ভিড় জমান তারাপীঠে। এমনকী ভিন রাজ্য থেকেও বহু ভক্ত কৌশিকী অমাবস্যার পূজো দিতে এসে জড়ো হন এই শক্তি পীঠে। ভক্তদের সুবিধার্থে এবার কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত করেছে পূর্ব রেল। এ ব্যাপারে পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি :

তারাপীঠ, যা একটি বিখ্যাত শক্তি পীঠ। প্রতি বছর অসংখ্য ভক্তকে আকর্ষণ করে, বিশেষ করে কৌশিকী অমাবস্যা মেলার সময়, যা আধ্যাত্মিক মুক্তি ও আনন্দ উদযাপনের একটি উৎসব। পূর্ব রেলওয়ে প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, যারা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে রামপুরহাটে এসে তারা পীঠের এই পবিত্র উৎসবে যোগ দেন।

কৌশিকী অমাবস্যা মেলায় তারা পীঠে পুণ্যার্থীদের ও যাত্রীদের সম্ভাব্য ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য, পূর্ব  রেলওয়ের হাওড়া ডিভিশন ০২.০৯.২০২৪ (সোমবার), ০৩.০৯.২০২৪ (মঙ্গলবার) এবং ০৪.০৯.২০২৪ (বুধবার) এই  তিন (৩) দিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।

আরও পড়ুন- Weather Update: নিম্নচাপের ফাঁড়া এখনও কাটেনি, আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আরও পড়ুন- BT Road Blockade: নাগরিক প্রতিবাদে 'মত্ত' সিভিক ভলান্টিয়ারের 'হুজ্জুতি', ভোর থেকে টানা অবরোধ সিঁথির মোড়ে

হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে  সকাল ৫:৪৫ টায় ছাড়বে এবং একই দিনে সকাল ৯:৫০ টায় রামপুরহাট পৌঁছাবে এবং রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা ১১:৩২ টায় ছেড়ে একই দিনে বিকাল ৩:৫৫ টায় হাওড়া পৌঁছাবে। এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, বান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনগুলিতে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীরা এখবর আগে পড়ুন! পাতালপথে যাত্রা জমে ক্ষীর! ফাটাফাটি উদ্যোগ চর্চায়!

আরও পড়ুন- পুজোয় উত্তরবঙ্গ? টিকিটের চিন্তা ছাড়ুন! ছুটবে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি

Kaushiki Amavasya Tarapith Eastern Railway
Advertisment