Bera Utsav: ফিরল নবাবি আমলের ঐতিহ্য! পাঁচ বছর পর মহাসমারোহে পালিত হল 'বেড়া উৎসব'

Murshidabad News: মাঝে কয়েকবছর এই উৎসব পালন বন্ধ ছিল। তবে এবার ঐতিহ্যশালী এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল।

Murshidabad News: মাঝে কয়েকবছর এই উৎসব পালন বন্ধ ছিল। তবে এবার ঐতিহ্যশালী এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল।

author-image
Gopal Thakur
New Update
Bera Utsav  ,Nawabi tradition,  Murshidabad,  Festival returns after five years  ,Grand celebration  ,Boat rafts & lamps,  Heritage & culture  ,Bera boat floating festival,বেড়া উৎসব,  নবাবি ঐতিহ্য,  মুর্শিদাবাদ,  পাঁচ বছর পর ফিরে এল উৎসব  ,মহাসমারোহ,  নদীর ভেলা / নৌকা প্রদীপ  ,ঐতিহ্য ও সংস্কৃতি,  জয়গন্ধা নৌকা ভাসান

Bera Utsav: মহা সমারোহে পালিত হল বেড়া উৎসব।

Bera Utsav-Nawabi tradition:বৃহস্পতিবার রাতে মহাসমারোহ ও আড়ম্বরের মধ্য দিয়ে নবাব নগরী মুর্শিদাবাদ শহরে পালিত হল তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী বেড়া উৎসব। নবাব মুর্শিদকুলি খাঁর প্রবর্তিত এই উৎসবে এ বছর দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভেসে উঠল প্রাচীন ঐতিহ্য।

Advertisment

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, লালবাগ মহকুমা শাসক বনমালি রায়-সহ বহু বিশিষ্টজন।

গতকাল রাত সাড়ে ৮টায় ইমামবারা থেকে হাতি ও কুমিরের মুখযুক্ত ঐতিহ্যবাহী নৌকা ওয়াসিফ মঞ্জিলে আনা হয়। সেখানে উপস্থিত মন্ত্রী, জনপ্রতিনিধি ও জেলার প্রশাসনিক কর্তারা সেহেরা পরান নৌকায়। সেহেরা পর্ব শেষ হতেই আকাশ আলোকিত করে আতসবাজির প্রদর্শনী।

Advertisment

আরও পড়ুন- সেমিস্টার পরীক্ষার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় ৪২ ছাত্রীর, শেষমেশ যা হল...

এরপর ইমামবারা সংলগ্ন তোপখানা ঘাটে কলাগাছের ভেলার উপর সাজানো হয় নৌকা, লওকি, তিপাই এবং বেড়া। নবাবি আমলে যেখানে ভেলায় থাকত অসংখ্য সোনার প্রদীপ, বর্তমানে সেখানে রাখা হয় একটি সোনার প্রদীপ, পাঁচটি রুপোর প্রদীপ এবং বাঁশ ও রঙিন কাগজে সাজানো বাতি।

রাত ১০টার সময় মন্ত্রী আখরুজ্জামান, সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার কুমার সানি রাজ সোনার প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন।

আরও পড়ুন-West Bengal News Live Updates:'এখন কিছু করার নেই', SSC কাণ্ডে সাফ জানাল সুপ্রিম কোর্ট, খারিজ মামলা

শেষবার ২০১৯ সালে বেড়া উৎসব হয়েছিল। করোনা পরিস্থিতির কারণে ২০২০ ও ২০২১ সালে তা হয়নি। পরবর্তী তিন বছরও (২০২২-২৪) মহরমের ৬৮ দিনের নিয়মে উৎসব আয়োজিত হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর এ বছর নবাব নগরীতে ফিরে এল ঐতিহ্য।

আরও পড়ুন-Crime News:খাস কলকাতায় এযেন হিন্দি ওয়েব সিরিজ 'মির্জাপুর'! দুষ্কৃতীরাজের এই ঘটনা গায়ে কাঁটা দেবে!

মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার বলেন, “সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন বেড়া উৎসবে। শহরে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল।” এই উৎসব উপলক্ষে সকাল থেকেই হাজারদুয়ারি-সহ শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী।

Bengali News Today Murshidabad