ফের বন্ধ আরও এক জুটমিল।
Howrah Jute Mill Close: দুর্গাপুজো মুখে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। বৃহস্পতিবার সকালে জুটমিলে অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন শ্রমিকরা। কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলতে দেখেন তাঁরা। এরপরেই কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়ে তাঁরা। দ্রুত কারখানা চালুর দাবি শ্রমিকদের।
ফের বন্ধ জুট মিল। এবার হাওড়ার দাসনগরের ভারত জুট মিলে তালা ঝুলল। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার একাংশের কর্মীরা প্রয়োজনীয় কাজ করছেন না, বদলে দিনের পর দিন ধর্মঘটে সামিল হচ্ছেন তাঁরা। সেই কারণে বিপুলভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে। তারই জেরে এক প্রকার বাধ্য হয়ে আপাতত জুট মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
অন্যদিকে বিক্ষোভরত শ্রমিকদের দাবি, ন্যায্য পারিশ্রমিক না দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিল কারখানা কর্তৃপক্ষ। সেই কারণেই তাঁরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অবিলম্বে কারখানা চালুর দাবি করেছেন শ্রমিকরা।
উল্লেখ্য, হাওড়ার দাস নগরের এই জুট মিলে পাঁচশোর বেশি শ্রমিক কাজ করেন। সামনেই দুর্গাপুজো। ঠিক তার আগে আগে এভাবে কারখানা বন্ধ হওয়ার জেরে অথৈ জলে পড়ে গেছেন শ্রমিকরা। ঘোর উদ্বেগে তাঁদের পরিবারের সদস্যরাও। সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দিকে তাকিয়ে তাঁরা।