Indian Railways: অসামান্য দক্ষতা আর নিরলস পরিশ্রম! রেলকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া নারীর অনবদ্য কাহিনী

Eastern Rail: দশকের পর দশক ধরে পুরুষ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন বহু মহিলা রেলকর্মী। বিশেষ এই প্রতিবেদনে তেমনই এক মহিলা রেলকর্মীর নানা গৌরবময় কীর্তির কথা জানতে পারবেন।

Eastern Rail: দশকের পর দশক ধরে পুরুষ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন বহু মহিলা রেলকর্মী। বিশেষ এই প্রতিবেদনে তেমনই এক মহিলা রেলকর্মীর নানা গৌরবময় কীর্তির কথা জানতে পারবেন।

Nilotpal Sil & Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Rekha Singh, Howrah Division, রেখা সিং, হাওড়া ডিভিশন

রেলের তরফে দেওয়া ছবি।

Indian Railways-Howrah Division: ভারতীয় রেলওয়ের বিভিন্ন বিভাগে পুরুষ কর্মীদের সঙ্গেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন মহিলারাও। নিদারুণ দক্ষতায় দশকের পর দশক ধরে রেলকে গৌরবাণ্বিত করে চলেছেন এই মহিলা রেলকর্মীরা। রেলোয়ের বিভিন্ন বিভাগে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন মহিলা কর্মীরা। এই বিষয়টি নিয়েই ও এক মহিলা রেলকর্মীর সাফল্যের গল্প নিয়ে বিশেষ বিবৃতি রেলের। 

Advertisment

রেলের বিবৃতি: 

মহিলারা রেলওয়ের সাফল্যের পিছনে একটি চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন। লোকোমোটিভ পাইলট থেকে স্টেশন মাস্টার এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণ থেকে প্রশাসনিক নেতৃত্ব পর্যন্ত বিভিন্ন ভূমিকায় অসাধারণ। অদম্য আত্মবিশ্বাস এবং অতুলনীয় পেশাদারিত্বের সাথে, তাঁরা বহু বাধা ভেঙে দিয়েছেন। নারীদের অবদানকে স্বীকৃতি দিয়ে রেলওয়ে লিঙ্গ সমতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করছে যেখানে নারীরা উন্নতি করতেই থাকবেন এবং রেলকেও এগিয়ে নিয়ে যাবেন।

এব্যাপারে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হলেন মিসেস রেখা সিং। তিনি একজন ট্রাভেলিং টিকিট পরীক্ষক (TTE)। ১৯৯৬ সাল থেকে হাওড়া ডিভিশনে (Howrah Division) কাজ করছেন তিনি। মিসেস রেখা সিং, একজন ট্রেলব্লাজিং ট্রাভেলিং টিকিট এক্সামিনার (TTE), হাওড়া ডিভিশনের প্রথম মহিলা হিসেবে কার্যত এক ইতিহাস তৈরি করেছেন তিনি। তিনি তিনটি প্রধান এক্সপ্রেস ট্রেন - শান্তিনিকেতন এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস এবং হুল এক্সপ্রেস-এ মসৃণ টিকিট চেকিং অপারেশন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather Update: দুর্যোগ থেকে নিস্তার নেই এখনই, আরও চরম বৃষ্টির প্রবল সতর্কতা, আবহাওয়ার উন্নতি কবে?

রেলওয়ে এবং তার যাত্রীদের প্রতি তার প্রতিশ্রুতি অটুট। তিনি তাণর কাজটি অত্যন্ত উপভোগ করেন এবং যাত্রীদের কাছ থেকে সমর্থন এবং ইতিবাচক সাড়াও পান। রেখার পরিবার - তাঁর স্বামী এবং পুত্র - সম্পূর্ণ সহযোগিতার সাথে তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁর রেলকে পরিষেবা ও পরিবারকে যে সম্মান এবং সামাজিক প্রতিপত্তি এনেছে তাতে গর্বিত।

আরও পড়ুন- Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?

নিরাপত্তা ভারতীয় রেলের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) কর্মীদের অবিরাম উপস্থিতি, যাত্রী এবং কর্মীদের একইভাবে নিরাপত্তা নিশ্চিত করে রেখা সিং, অন্যান্য অনেক মহিলা কর্মচারীর মতো, আত্মবিশ্বাসের সাথে তার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন- Rachana Banerjee: বিজেপির নেতার হাতে বিরিয়ানি খেতে হাজির তৃণমূলের রচনা, পোজ দিয়ে তুললেন ছবিও! তুমুল চর্চা

রেখা সিংয়ের (Rekha Singh) গল্প অনেকের মধ্যে একটি। পূর্বরেল জুড়ে, টিকিট পরীক্ষা, স্টেশন পরিচালনা এবং প্রযুক্তিগত ভূমিকা সহ বিভিন্ন ক্ষমতায় বিপুল সংখ্যক মহিলা পারদর্শী। এই মহিলারা রেলের অপারেশনাল দক্ষতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, দায়িত্ব ও আত্মবিশ্বাসের সাথে কাজ করছেন যা ভারতীয় রেলের চাকাকে সচল রাখে।

Howrah Division Indian Rail Indian Railways indian railway Eastern Railway