Advertisment

West Bengal Weather Update: দুর্যোগ থেকে নিস্তার নেই এখনই, আরও চরম বৃষ্টির প্রবল সতর্কতা, আবহাওয়ার উন্নতি কবে?

Bengal Rain Alert: দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। ঠিক তার আগে আগে রাজ্যজুড়ে প্রবল এই দুর্যোগের জেরে আতঙ্ক বাড়ছে। নতুন করে ব্যারাজগুলি ব্যাপকভাবে জল ছাড়তে শুরু করলে বন্যা পরিস্থিতির আরও বেশি অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Rainfall, Kolkata, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি

প্রতীকী ছবি।

WB Weather Update: প্রবল দুর্যোগের হাত থেকে রেহাই নেই এখনই। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কাঁপানো বৃষ্টির (Rainfall) সতর্কতা জারি আবহাওয়া দফতরের। দুর্গাপুজোর (Durga Puja) ঠিক আগে আবহাওয়ার এমন পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে পুজোকর্তারা। দুর্যোগ চলবে আরও কতদিন? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি চলবে। মোটের ওপর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।
 হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই পর্বে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রবল এই বৃষ্টির জেরে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির (Flood Situation) আশঙ্কা করা হচ্ছে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

বৃষ্টি পিছু ছাড়বে না উত্তরেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নতুন করে ধ্বস নামার আশঙ্কা বাড়ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন। 

আরও পড়ুন- Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?

আরও পড়ুন- Rachana Banerjee: বিজেপির নেতার হাতে বিরিয়ানি খেতে হাজির তৃণমূলের রচনা, পোজ দিয়ে তুললেন ছবিও! তুমুল চর্চা

আরও পড়ুন- Durga Puja 2024: ১১১ ফুটের 'সর্ববৃহৎ দুর্গা'! রাণাঘাটে চমকের ছড়াছড়ি, শেষ মুহূর্তে বড় গেঁরোয় ভেস্তে যাবে পুজো?

 সব মিলিয়ে দুর্গাপুজোর ঠিক মুখে বাংলা জুড়ে প্রবল এই দুর্যোগের জেরে পুজোকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একাধিক বড়-ছোট মাঝারি পুজো মণ্ডপ নির্মাণের কাজ একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সেই সঙ্গে কুমোরপাড়া গুলিতেও প্রতিমা তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। একেবারে শেষ মুহূর্তের কাজ করছেন শিল্পীরা। এই আবহে প্রবল এই দুর্যোগ সেই কাজে দারুণভাবে বাধা দিচ্ছে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment