Advertisment

Mithun Chakraborty: BJP-র মঞ্চ থেকেই মিঠুনের 'পকেটমারি', মানিব্যাগ খুইয়ে বেজায় ফ্যাসাদে মহাগুরু!

Mithun Chakraborty: দলের হয়ে নির্বাচনের প্রচারে গিয়ে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা বোধ হয় কল্পনাও করেননি মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বকেও।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
BJP Mithun Chakraborty pick pocket Jharkhand: মিঠুন চক্রবর্তীর পকেটমারি

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty: এবার নির্বাচনের প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন BJP-র তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রচারমঞ্চ থেকেই তাঁর মানিব্যাগটি খোয়া গিয়েছে। একথা জানাজানি হতেই সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিজেপি নেতারা মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করতে শুরু করে দেন। প্রচারে এসে মানিব্যাগ খোয়ানোয় বিড়ম্বনায় পড়েন মহাগুরু। বিষয়টি নিয়ে টিপ্পনি করতেও শুরু করে দিয়েছেন অনেকে।

Advertisment

ঘটনাটি ঝাড়খণ্ডের ধানবাদের। মঙ্গলবার ধানবাদের নিরসায় BJP-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রচারমঞ্চে ওঠার পর থেকেই মিঠুন চক্রবর্তীর মানিব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি নেতৃত্ব এমনকী মিঠুনও একপ্রকার নিশ্চিত যে প্রচারমঞ্চ ও কিংবা তার আশপাশ থেকেই তাঁর মানিব্যাগটি খোয়া গিয়েছে। 

মিঠুন চক্রবর্তীর মুখ থেকে তাঁর মানিব্যাগটি খোয়া যাওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন সঙ্গে থাকা বিজেপির অন্য নেতারা। ভরা সভায় মঞ্চ থেকেই মাইকে ঘোষণা করা হয়, "মিঠুনদা কা মানিব্যাগ জোভি লিয়া হ্যায়, আকে লটা দিজিয়ে.... উসমে মিঠুনদা কা বহুত জরুরি কাগজত হ্যায়।" অর্থাৎ "মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ যিনি নিয়েছেন তিনি ফেরত দিন। ওই মানিব্যাগে মিঠুনদার অনেক জরুরি কাগজপত্র রয়েছে।" 

আরও পড়ুন- Eastern Rail: পূর্বরেলে নয়া ইতিহাস! যাত্রী-স্বার্থে অভূতপূর্ব এই তৎপরতায় ব্যাপক সাড়া

আরও পড়ুন- WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস, উচ্চ মাধ্যমিক পাশ যুবকের 'হাতযশ' দেখে চোখ কপালে পুলিশেরও!

উল্লেখ্য, ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে তুলেছে বিজেপি। ক্ষমতাসীন হেমন্ত সোরেনের ঝাড়খন্ড মুক্তি মোর্চাকে হারিয়ে রাঁচির মসনদ দখলে মুখিয়ে রয়েছে গেরুয়া দল। বনাঞ্চল ঘেরা এই রাজ্যে তাবড় নেতাদের প্রচারে নামিয়েছে বিজেপি। পদ্ম দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে প্রচারের শেষবেলায় এনে হাজির করেছিল বিজেপি। মিঠুনকে দেখতে মঙ্গলবার নিরসার মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে তাঁর মানিব্যাগ খোয়া যাওয়ায় স্বভাবতই চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে মহাগুরুকে।

আরও পড়ুন- Jagadhatri Puja: এবার থেকে প্রতিদিন জগদ্ধাত্রী পুজো বাংলার এই প্রান্তে, কারণ জানলে চমকে যাবেন!

jharkhand bjp mithun chakraborty
Advertisment