Bhowanipore Electrocution Death: ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) প্রভাবে শুক্রবার দিনভর তুমুল বৃষ্টি দেখেছে গোটা কলকাতা। একনাগাড়ে বৃষ্টির জেরে কলকাতার দিকে-দিকে গতকাল জল জমে গিয়েছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবানীপুরে মৃত্যু হয়েছে বছর পঁচিশের তরতাজা এক যুবকের। মর্মান্তিক এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) কাঠগড়ায় তুলেছেন রাজ্য BJP সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
ফেসবুক পোস্টে কী লিখেছেন সুকান্ত?
"কলকাতার অযোগ্য এবং অপদার্থ মেয়র ফিরহাদ হাকিমের চরম ব্যর্থতা এবং পুরসভার চূড়ান্ত পরিকল্পনাহীনতার কারণে অকালে প্রাণ চলে গেল আরও একটি তরতাজা যুবকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা ভবানীপুর এলাকায় জমা জলে অসহায় অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিহারের বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক সৌরভ গুপ্তার। তৃণমূল সরকারের উপচে পড়া দুর্নীতি এবং সর্বস্পর্শী জালিয়াতি ঢাকার অদম্য প্রয়াস চালিয়ে যেতে এবং জনগণের কাছে নিজের লুপ্ত ভাবমূর্তি ফেরানোর অন্তিম প্রচেষ্টায় যখন রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয়ভাবে নবান্নে রাত জাগছেন, তখন তাঁর নিজের অঞ্চলেই সরকারের অপদার্থতায় প্রাণ চলে গেল অন্য রাজ্যের বাসিন্দা এক যুবকের। এরপরেও আপনি এবং আপনার অপদার্থ মেয়র ফিরহাদ হাকিম পদে থাকার স্বপ্ন দেখছেন মাননীয়া!"
উল্লেখ্য, ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে শুক্রবার দিনভর কলকাতায় একনাগাড়ে বৃষ্টি চলেছে। গতকাল দুপুরের মধ্যেই কলকাতা শহরের দিকে-দিকে জল জমে যায়। ভবানীপুর অঞ্চলও জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানকার জাস্টিস দ্বারকানাথ রোডে হাঁটু জল জমে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে ওই এলাকায় একটি বাড়ির রেলিং থেকে বিদ্যুৎবাহী তার ঝুলছিল। জমা জল পেরিয়ে সেই সময় ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন যুবক।
আরও পড়ুন- Kolkata Metro: যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! জীবন বাঁচাতে নজিরবিহীন তৎপরতা
আরও পড়ুন- Eastern Rail: শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! কালীপুজো-দীপাবলিতে বাম্পার বন্দোবস্ত
কোনওভাবে বিদ্যুতের তার সেই জলের সংস্পর্শে এসে যায়। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। মৃত সৌরভ প্রসাদ গুপ্তা আদতে বিহারের বাসিন্দা। তবে কলকাতা শহরেই তিনি থাকতেন। বাবার সঙ্গে মিলে একটি ভুজিয়ার দোকান চালাতেন। যুবকের অকাল এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: কালীপুজোয় প্রবল বৃষ্টি? শনিবার সকালে আবহাওয়ার উন্নতিতেই মিলল বড় আপডেট!
অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আরও একটি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদে। গতকাল বুদবুদের মানকরে একটি মোবাইল টাওয়ারের পাশে উঁচু জমিতে দাঁড়িয়ে ছিলেন চন্দন হাজরা নামে ওই যুবক। মোবাইল টাওয়ারের পাশ দিয়ে বিদ্যুতের তার গিয়েছিল। জোরালো বৃষ্টির মধ্যে কোনভাবে বিদ্যুতের ওই তারের সংস্পর্শে এসে গেছিলেন চন্দন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।