WB Weather Today: ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) প্রভাবে গত বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি (Rain) চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝেঁপে বৃষ্টি হয়েছে। তবে শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। শুধু তাই নয়, আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কালীপুজোর (Kali Puja 2024) দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অর্থাৎ কালীপুজোর দিনেও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় দুর্যোগের মেঘ কেটেছে। তবে আগামী কয়েকদিন কলকাতা শহরেো হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল দিনভর ভারী বৃষ্টির জেরে কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছিল। শনিবার সকাল থেকে কলকাতাতেও আবাহওয়ার উন্নতি চোখে পড়েছে।
আরও পড়ুন- GK: ভাবতেই পারবেন না! এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে 'বড়লোক' জেলার নাম শুনলে ভিরমি খাবেন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আরও কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবহ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি মালদা, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।