রাজ্যে এসব হচ্ছে টা কী? রেগে আগুন মুখ্যমন্ত্রী, বিরাট নির্দেশ মমতার

একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Amader Para Amader Samadhan, project launch, local problem resolution, drainage system, road repair, waterlogging issue, electricity problem, sanitation, waste management, civic services, quick solution, state government project,আমাদের পাড়া আমাদের সমাধান, প্রকল্প উদ্বোধন, স্থানীয় সমস্যা সমাধান, নিকাশি ব্যবস্থা, রাস্তা মেরামত, জল জমা সমস্যা, বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক পরিষেবা, দ্রুত সমাধান, রাজ্য সরকার প্রকল্প

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একের পর এক সরকারি হাসপাতালে যৌন  নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কীভাবে নিয়ে যাওয়া হল নাবালিকাকে,  প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তাকর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের ওপরেও জোর দিয়েছেন মমতা। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে? কটি অকেজো হয়ে পড়ে রয়েছে? সেগুলি ঠিক করতে কত খরচ? তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

আরও পড়ুন- দানবিক শক্তিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বাংলাতে তোলপাড় ফেলা প্রভাব, কবে, কোথায় ল্যান্ডফল?

সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে বারবার ঘটে যাওয়া যৌন হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপে নেমেছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি রাজ্য স্বাস্থ্য দফতর এবং পুলিশকে নির্দেশ দেন, রাজ্যের সব সরকারি চিকিৎসা সংস্থায় নিরাপত্তা আরও কঠোর করতে। নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের  সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চস্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে কিছু খারাপ ঘটনা ঘটলে এর দায়ভার আমার উপরই পড়বে।” তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা শাসক, পুলিশ সুপার, চিফ মেডিকেল অফিসার ও অন্যান্যদের সতর্ক করে বলেন,  সরকারি হাসপাতালের নিরাপত্তা শিথিল হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

Advertisment

মুখ্যমন্ত্রী বিশেষভাবে SSKM হাসপাতালকে তীব্রভাবে নিশানা করেন, সম্প্রতি এই হাসপাতালেই এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনার কারণ ব্যাখ্যা ও নিরাপত্তার ফাঁকফোঁকর পূরণের জন্য  রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন।বৈঠকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ বাড়ানো, সিসিটিভি ক্যামেরা ইন্সটলেশন ও মনিটারিং, সচিত্র পরিচয়পত্র ব্যাবহারের উপর আরও বেশি জোর দিতে হবে।

আরও পড়ুন- ৩০০ কোটি টাকা আর্থিক তছরুপে বিরাট গ্রেফতারি, নাম জড়ালো তৃণমূলের

মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, চিকিৎসা নিতে আসা যে কাউকে যেন কোন হয়রানির মুখে পড়তে না হয় তার দায়ভার সংশ্লিষ্ট হাসপাতালের। পাশাপাশি এই ধরণের কোন ঘটনা ঘটলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসা কর্মী এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসনকে এদিনের বৈঠক থেকে কড়া  নির্দেশ দেওয়া হয়েছে। সকল কর্মীকে, চুক্তিভিত্তিক বা অস্থায়ী হোক না কেন, সঠিক পরিচয়পত্র বহন করতে হবে। নিরাপত্তা কর্মীদেরও সঠিক ইউনিফর্মে থাকতে হবে এবং পর্যবেক্ষণ বাড়াতে হবে।

হাসপাতালের কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ইন্সটলেশন, অস্থায়ী কর্মীদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশাবলী যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করবে, এবং প্রয়োজনে রাজ্য সরকার পদক্ষেপ নেবে।

আরও পড়ুন- জোর প্রস্তুতি, বিহারের পর এবার নজরে বাংলা, কবে থেকে শুরু SIR? যে কোন সময়েই বিজ্ঞপ্তি জারি

এদিনের বৈঠকটি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যখন রাজ্যে একাধিক হাসপাতালে যৌন নিপীড়ন ও হেনস্থার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এবং গত বছর R G Kar Medical College-এ এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। এ ছাড়াও, এই মাসে হাওড়ার উলুবেড়িয়া মেডিকেল কলেজে এক জুনিয়র মহিলা ডাক্তারকে যৌন হেনস্থা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়, যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। 

govt hospital sexual abuse Sexual harassment mamata