/indian-express-bangla/media/media_files/14yTWobZSzzZ4pyZDaTK.jpg)
হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি
বিহার বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই বড় পদক্ষেপ বিজেপির। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এনডিএ প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে চার নেতাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে বিজেপি। বহিষ্কৃত নেতারা হলেন — পবন যাদব, বরুণ সিং, অনুপ কুমার শ্রীবাস্তব এবং সূর্যভান সিং।
আরও পড়ুন- “সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ শুভেন্দু”, বিস্ফোরক কল্যাণ
বিজেপির বিহার রাজ্য সদর দপ্তরের ইনচার্জ অরবিন্দ শর্মা শনিবার এক সরকারি চিঠিতে জানিয়েছেন, এই নেতারা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থী কাজ করেছেন। তিনি লিখেছেন, “এই সকল নেতারা এনডিএর আনুষ্ঠানিক প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে লড়ে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছেন। এমন দলে শৃঙ্খলাভঙ্গ কোনও অবস্থাতেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “বিজেপি একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে আদর্শ ও সংগঠনের ঐক্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই বিদ্রোহী কার্যকলাপ বা দলবিরোধী মনোভাব কোনও স্তরেই গ্রহণযোগ্য নয়।”
আরও পড়ুন- ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা, সরকার গড়ার পর আইন বদলের ডাক তেজস্বীর
উল্লেখ্য, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে টিকিট বণ্টন নিয়ে একাধিক দলে অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপির মধ্যেও কয়েকজন নেতা অসন্তুষ্ট হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেই প্রেক্ষিতেই বিজেপির এই কঠোর সিদ্ধান্তকে শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন- হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প, ফের অমানবিক মার্কিন প্রেসিডেন্ট
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দলের বাকি অসন্তুষ্ট নেতাদের জন্য একটি স্পষ্ট বার্তা — দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের সময় কেবলমাত্র আনুষ্ঠানিক এনডিএ প্রার্থীরাই দলের মুখ হবেন এবং কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সংগঠনের স্বার্থের উপরে স্থান পাবে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us