/indian-express-bangla/media/media_files/2025/11/02/jdu-candidate-anant-singh-arrested-in-dularchand-yadav-murder-case-bihar-election-2025-2025-11-02-08-49-23.jpg)
নির্বাচনের আগেই 'হাইপ্রোফাইল' গ্রেফতারিতে উত্তাল বিহার
Bihar Election 2025: বিহার বিধানসভা নির্বাচনের মাঝেই বড় পদক্ষেপ নিল পাটনা পুলিশ। মোকামার দুলারচাঁদ যাদব হত্যা মামলায় অভিযুক্ত জেডিইউ প্রার্থী ও প্রাক্তন বিধায়ক অনন্ত সিংকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন- ফের SIR আতঙ্কে মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ, তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি
পাটনার এসএসপি কার্তিকেয় কে. শর্মার নেতৃত্বে একটি বিশেষ দল শনিবার (১ নভেম্বর) রাতেই অভিযান চালিয়ে অনন্ত সিংকে আটক করে। পরে তাঁকে পাটনা নিয়ে যাওয়া হয়। এসএসপি জানিয়েছেন, অনন্ত সিংয়ের সঙ্গে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী — রঞ্জিত ও মণিকান্ত ঠাকুর কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনজনকেই আজ আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় আরও কয়েকজন অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি। খুব শিগগিরই বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন-বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার। মোকামায় JDU প্রার্থী অনন্ত সিং এবং জনসুরাজ পার্টির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষে জনসুরাজ সমর্থক দুলারচাঁদ যাদবের মৃত্যু হয়। প্রথমে পুলিশের ধারণা ছিল গুলিতে মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টে জানা যায়, দুলারচাঁদকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল। এই রিপোর্ট প্রকাশের পর থেকেই ঘটনাটি নতুন মোড় নেয়।
বিধানসভা নির্বাচনের আগে এই হত্যাকাণ্ড রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্তভার হস্তান্তর করা হয়েছে বিহার পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (CID) হাতে। একইসঙ্গে নির্বাচন কমিশনও এই ঘটনার উপর নজরদারি শুরু করেছে।
আরও পড়ুন- যাত্রী স্বার্থে ফের এক দুরন্ত তৎপরতা রেলের, অভাবনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা
বিহারে দুই দফায় ভোটগ্রহণ হবে — প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটের ঠিক আগেই এই হাইপ্রোফাইল গ্রেফতারির ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মোকামা থেকে শুরু করে পাটনা পর্যন্ত রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে অনন্ত সিংয়ের গ্রেপ্তারি নিয়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us