/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-11-52-42.jpg)
আজই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ, বিকেল ৪টেয় কমিশনের বিশেষ সাংবাদিক বৈঠক
বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট আজই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টে নাগাদ এক সাংবাদিক বৈঠকে আসন্ন নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করবে কমিশন। আজই জানা যাবে মনোনয়ন জমা, ভোটগ্রহণ ও গণনার সম্ভাব্য তারিখ। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI) জানিয়েছে, বিকেল ৪টের ওই প্রেস কনফারেন্সেই বিহার বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন-দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে উত্তাল, থমথমে শহর! ইন্টারনেট পরিষেবা বন্ধ, শান্তির আহ্বান প্রশাসনের
বিহার নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে, ভোটার তালিকা থেকে ২৩ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কংগ্রেসের গুরুতর অভিযোগ। যাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। SIR-এর নামে প্রায় ২৩ লক্ষ দলিত, মুসলিম মহিলার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বলেই অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের দাবি, এই নামগুলি মূলত সেই ৫৯টি বিধানসভা আসন থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে ২০২০ সালের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল।
মহিলা কংগ্রেস সভানেত্রী আলকা লাম্বা অভিযোগ করেছেন, “নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছে। এটি সংবিধানিক অধিকারের উপর আক্রমণ ”। তিনি আরও বলেন, এই পদক্ষেপের লক্ষ্য আগামী নির্বাচনে মহিলা ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা। সংবাদ সম্মেলনে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বিহারে প্রায় ৩.৫ কোটি মহিলা ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২৩ লক্ষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া।
আরও পড়ুন-লোডশেডিং হতেই শুরু 'অপারেশন'! তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি
আলকা লাম্বা প্রশ্ন তোলেন, “যদি এই মহিলারা ভুয়ো ভোটার হয়ে থাকেন, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁদের ভোটও কী ভুয়ো ছিল? তিনি আরও জানান, কংগ্রেস এই বিষয়টি নিয়ে দেশজুড়ে স্বাক্ষর অভিযান শুরু করেছে, যেখানে ৫ কোটি মানুষের সই সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, SIR-এর পরে মোট ভোটার সংখ্যা ৭.৮৯ কোটি থেকে কমে ৭.৪২ কোটিতে নেমেছে, অর্থাৎ প্রায় ৪৭ লক্ষ নাম বাদ গিয়েছে। এর মধ্যে প্রায় ৬৫ লক্ষ নাম ডুপ্লিকেট, মৃত বা অন্যত্র স্থানান্তরিত হওয়ায় বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ২১.৫৩ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং আরও ৩.৬৬ লক্ষ নাম সংশোধিত হয়েছে। কমিশনের বক্তব্য, “কোনও যোগ্য নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়বে না, আর কোনও অযোগ্য নাম তালিকায় থাকবে না।”
আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া', শোকের আবহে কার্নিভাল নিয়ে মমতাকে খোঁচা শমীকের