/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-12-11-03.jpg)
পুজোর শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Road Accident: পুজোর শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মা ও মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুতে বুক কেঁপে উঠল।
পুজোর মুখেই বিরাট অভিযান, গ্রেফতার পাক গুপ্তচর, কীভাবে তথ্য পাচার জানলে চমকে যাবেন
বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ডের ১৮ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। ট্রাকের পিছনে সজোরে ধাক্কা কলকাতা থেকে জামশেদপুরগামী একটি মারুতি সুইফট গাড়ির। জানা গিয়েছে গাড়ির নম্বর (WB51C7151)। র্ঘটনায় গুরুতর আহত হন চালক গণেশ রাই (৫০)। যিনি কলকাতার বাসিন্দা। পাশাপাশি জামশেদপুরের কুসুমিতা পট্টনায়ক (৫৫) এবং তার মেয়ে মনিকা পট্টনায়ক (২৮) এই দুর্ঘটনায় গুরুতর আহত হন।
লেহ হিংসায় বিরাট পদক্ষেপ, কংগ্রেসের বিরুদ্ধে নেপালের মত পরিস্থিতি সৃষ্টির ভয়ঙ্কর অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ ট্রাকের পিছনে আটকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আহতদের স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ট্রাম্পের 'ফার্মা ট্যারিফ বোমা'র বিরাট 'বিস্ফোরণ',ধস শেয়ার বাজারে, কয়েক মিনিটের মধ্যেই ৪ লক্ষ কোটি টাকার ক্ষতি
শুক্রবার ময়নাতদন্তের জন্য দেহগুলিকে ঘাটশিলা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুটি গাড়িও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশের অনুমান অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।