/indian-express-bangla/media/media_files/2025/10/26/bike-car-collision-stabbing-2-arrested-by-police-2025-10-26-09-15-05.jpg)
অপরাধীদের স্বর্গরাজ্য বাংলা? কালনার ঘটনায় শিউরে উঠবেন, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন
পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর রথতলা এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। একটি চারচাকা গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর, বাইকে থাকা মদ্যপ দুই আরোহী ছুরি চালিয়ে গাড়ির চালক তাপস হেমব্রমকে গলায়। ঘটনাস্থলে ছিলেন তাঁর মেয়ে আদিতি হেমব্রম। পরিবার এবং স্থানীয়দের চেষ্টায় পুলিশের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। আটক করা হয়েছে বাইকে থাকা ২ যুবককে। জানা গিয়েছে তারা হলেন, আকাশ ক্ষেত্রপাল ও প্রশান্ত মুর্মু।
আরও পড়ুন-দলের সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন দাপুটে তৃণমূল বিধায়ক, ২৬-এর ভোটের আগে বিরাট গোষ্ঠীকোন্দল
জখম চালক তাপস হেমব্রমকে উদ্ধার করে পুলিশ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি কালনার বৈদ্যপুর গ্যারেজ সংলগ্ন এলাকা। খুনের চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার দু’জনকেই কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আহত তাপসের মেয়ে আদিতি হেমব্রম দুই ধৃতের দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন।
আরও পড়ুন- রাজ্যে এসব হচ্ছে টা কী? রেগে আগুন মুখ্যমন্ত্রী, বিরাট নির্দেশ মমতার
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তাপস হেমব্রম নিজের মেয়ে ও পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বৈদ্যপুর রথতলার কাছে তাদের গাড়ির সঙ্গে আচমকাই ধাক্কা লাগে একটি বাইকের। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এই সময় বাইক আরোহী আকাশ ক্ষেত্রপাল হঠাৎ ধারালো ছুরি বের করে তাপসের গলায় চালিয়ে দেন, জখম হয়ে তিনি চিৎকার করতে থাকেন। পরিবারের সদস্যরা চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ছুটে এসে দুই বাইক আরোহীকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন- জোর প্রস্তুতি, বিহারের পর এবার নজরে বাংলা, কবে থেকে শুরু SIR? যে কোন সময়েই বিজ্ঞপ্তি জারি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us