Bengal SIR: আগামীকালই বাংলায় SIR-এর নির্ঘন্ট ঘোষণা? ব্রেকিং আপডেটে নজর গোটা দেশের

Bengal SIR: বিহারের পর এবার নজরে বাংলা। নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। এমনই খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR-এর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরদিনই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে।

Bengal SIR: বিহারের পর এবার নজরে বাংলা। নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। এমনই খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR-এর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরদিনই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal SIR, Election Commission meeting, Gyanesh Kumar, voter list revision, Bengal Assembly Election 2026, Manoj Kumar Agarwal, Trinamool Congress objection, CEO meeting Delhi, West Bengal voter list, special intensive revision, Bihar SIR completed, EC notification West Bengal, voter verification, citizenship documents, Bengal politics election update

বাংলাতেও এবার SIR

Bengal SIR: আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে ভোটার তালিকা  দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। বিহারে সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর SIR গোটা দেশে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবনে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করবে কমিশন। সেই বৈঠকেই ১০ থেকে ১৫টি রাজ্যে একযোগে SIR চালুর ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisment

জানা গিয়েছে, প্রথম ধাপে অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা ও পশ্চিমবঙ্গে এই অভিযান শুরু হতে পারে। কারণ, এই রাজ্যগুলিতে আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই কমিশন এই রাজ্যগুলিকে অগ্রাধিকার দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন, সেখানেই এই SIR কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, বিহারে SIR কার্যক্রম শুরু হওয়ার পরেই বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হয়েছিল। ওই রাজ্যে ভোটার তালিকার বিস্তারিত সংশোধনের পর ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা। তবে সেই প্রক্রিয়া ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিরোধী শিবিরের তরফে রাহুল গান্ধী, তেজস্বী যাদবসহ একাধিক নেতা কমিশনের তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়া ভোট চুরির পথ প্রশস্ত করছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

Advertisment

রাজনৈতিক মহলের মতে, বিহারের অভিজ্ঞতার পর এবার সারা দেশে SIR চালুর ঘোষণা ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। কমিশনের সোমবারের সাংবাদিক বৈঠক তাই নজরে রাখছে দেশের রাজনৈতিক মহল।

বিহারের পর এবার নজরে বাংলা। নভেম্বরের প্রথমেই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। এমনই খবর কমিশন সূত্রে। নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় চালু হতে চলেছে SIR প্রক্রিয়া.কমিশনের তরফে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ যে কোনও সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

আরও পড়ুন-সামনেই বঙ্গে SIR, কত নাম বাদ পড়বে? বিরাট হুঙ্কারে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসক ও নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যেন তাঁরা অবিলম্বে SIR সংক্রান্ত প্রস্তুতি শুরু খতিয়ে দেখেন এবং বাকি থাকা কাজ দ্রুত সম্পূর্ণ করেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠকেই মুখ্য নির্বাচন আধিকারিক এই নির্দেশ জারি করেছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দফতর সপ্তাহের সাতদিন ও দিনে ২৪ ঘণ্টা খোলা থাকবে। SIR-এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং ভোটার নিবন্ধন আধিকারিক (ERO)-কে তাঁদের দফতরে SIR সম্পর্কিত সমস্যার জন্য একটি হেল্প ডেস্ক গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- দানবিক শক্তিতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, বাংলাতে তোলপাড় ফেলা প্রভাব, কবে, কোথায় ল্যান্ডফল?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR-এর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পরদিনই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও পরামর্শ কমিশনের কাছে রিপোর্ট আকারে পাঠানো হবে। এর পাশাপাশি, নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা বৃহস্পতিবার পাঁচটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন — অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরি। এই বৈঠকে রাজ্যগুলির প্রস্তুতি এবং তাদের সমস্যাগুলি পর্যালোচনা করা হয়।

কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রথম পর্যায়ে এই রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু করা হবে।

দুই দিনের ওই বৈঠকে কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে তাঁরা নিজেদের রাজ্যে SIR-এর প্রস্তুতি দ্রুত শেষ করে রিপোর্ট জমা দিন। নির্বাচন কমিশনের মতে, প্রস্তুতি সম্পূর্ণ না হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না। 

আরও পড়ুন- ৩০০ কোটি টাকা আর্থিক তছরুপে বিরাট গ্রেফতারি, নাম জড়ালো তৃণমূলের

শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তা তিন দফায় সম্পন্ন হবে বলে কমিশন সূত্রে খবর।

প্রথম দফায়, বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ২০০২ সালের SIR তালিকার সঙ্গে নাম যাচাই করবেন এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার ফর্ম বিলি করবেন। দ্বিতীয় দফায়, রাজনৈতিক দলগুলি নাম মুছে ফেলা, সংশোধন বা অন্তর্ভুক্তির প্রস্তাব জমা দেবে। তৃতীয় ও শেষ দফায়, জেলা নির্বাচনী আধিকারিকরা (DEO) সমস্ত তথ্য যাচাই করে ভোটার তালিকা চূড়ান্ত করবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, এবং তার পরবর্তী সাত দিনের মধ্যে নাগরিকরা নিজেদের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন।

 নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “নভেম্বরেই SIR শুরু না হলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তাই নভেম্বর থেকেই প্রক্রিয়া শুরু করতেই হবে।”

আরও পড়ুন- প্রকাশ্যে শ্রমিকদের বাংলাদেশি, অনুপ্রবেশকারী বলে উল্লেখ, বিজেপি সাংসদের কাণ্ডে দেশজুড়ে তোলপাড়, বিতর্ক

তবে রাজ্যে BLO নিয়োগে কিছু জটিলতা তৈরি হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অন্তত ৬০০ BLO আপত্তি জানিয়েছেন এই কাজের দায়িত্ব নিতে, কারণ তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। BLO-দের আশ্বস্ত করতে এবার কমিশন সহকারী BLO নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যারা তাদের সঙ্গে থেকে সহায়তা করবে। পাশাপাশি, BLO-দের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে। এছাড়াও, মুখ্য নির্বাচনী আধিকারিককে BLO নিয়োগে ৪,০০০-রও বেশি অনিয়মের অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে বলে কমিশন সূত্রে জানা  গিয়েছে।

SIR staff selection commission bengal election commission