/indian-express-bangla/media/media_files/2025/10/07/mamata-pic-2025-10-07-15-14-42.jpg)
মীরজাফর!'গর্বের বাংলাকে প্রায় ধ্বংস'....মমতাকে বেনজির আক্রমণ
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমত তোপ দেগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভা সাংসদ এবং সম্প্রতি বাংলা ভোটের প্রচারের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব কুমার দেব এক ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "গর্বের বাংলাকে প্রায় ধ্বংস করে দিয়েছে রাজ্যের বর্তমান সরকার"।
আগরতলার পার্শ্ববর্তী ইন্দ্রনগর এলাকায় গতকাল সন্ধ্যায় একটি কালী পূজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন দানব এবং মীরজাফরে পরিণত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-তোলপাড় রাজ্য! কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি হাসপাতালেই, কে গ্রেফতার জানেন?
নাম উল্লেখ না করে ইঙ্গিতে ১৭৫৭র পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মীর জাফরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিপ্লব কুমার দেব বলেছেন, বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, "মুসলমান সম্প্রদায়ের কেউ যেমন আর নিজেদের সন্তানের নাম মীরজাফর রাখতে চায় না তেমনি তিনিও একই কাজ করেছেন। এখন কেউই নিজেদের কন্যার নাম তার নামে রাখতে চান না,"।
সম্প্রতি পশ্চিমবঙ্গে পরপর তিন জন শীর্ষ বিজেপি নেতৃত্বের ওপর হিংসাত্মক আক্রমণের ঘটনা ঘটে। এদের মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শংকর ঘোষ ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এই ঘটনাগুলির কথা উল্লেখ করে বিপ্লব দেব বলেন পশ্চিমবঙ্গে এখন মানুষের কাছে প্রাণের মূল্য অর্থহীন হয়ে গেছে। "খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ড, রাহাজানি এসব এখন মামুলি ব্যাপার সেখানে। তবে মুখ্যমন্ত্রীর তাতে কিছুই যায় আসে না। এমন মনে হয় যেন অপারেশন করে তার হৃদয় বাদ দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত মহিলাদের মধ্যে কর্তব্যবোধ এবং মাতৃত্ববোধ থাকে। এই দেশে কোন মহিলার কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার ভাবতেও পারিনা," বলেন বিপ্লব দেব।
আরও পড়ুন- তীব্র কম্পন, দুলে উঠল পৃথিবী, ভারত সহ একাধিক দেশে চরম আতঙ্কে হুলস্থূল
দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরিপুর অঞ্চলে অপর একটি কালী পূজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপ্লব দেব বলেন বাংলা যার অধীনে রয়েছে তিনি রাজ্যটিকে প্রায় ধ্বংস করে দিয়েছেন। তার হাত থেকে বাংলা এবং তার মানুষকে বাঁচাতে গুরুত্ব দিয়ে কাজ করছে বিজেপি এবং ২০২৬ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নমুখী একটি বিকল্প সরকার গঠন করতে চলেছে বিজেপি বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন বিপ্লব।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণের উল্লেখ করে সাংসদ বিপ্লব দেব আজ বলেন ভারতবর্ষের কাছে বাংলা একটি অতীব ও গর্বের ইতিহাস।
এই গর্বের রাজ্যকে বর্তমান তৃণমূল সরকারের সময়ে প্রায় ধ্বংসের পথে ঠেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস সাংসদ এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জমি মাফিয়াদের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন- তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতি অন্যায় এবং ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে মুক্তি চাইছেন। এই সকল অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত তাদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করা এবং সেই রাজ্যে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যেই এখন লড়াই করছে বিজেপি"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us