/indian-express-bangla/media/media_files/2025/10/18/earthquake-on-dhanteras-tremors-in-assam-and-pakistan-no-casualties-2025-10-18-11-54-58.jpg)
প্রবল কম্পন- প্রতীকী ছবি
প্রবল কম্পনে কেঁপে উঠল হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-ও। মঙ্গলবার গভীর রাতে তীব্র কম্পনে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। রাত প্রায় ১২টা ৫৫ মিনিটে সিমলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। জাতীয় ভূমিকম্প কেন্দ্র (NCS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ৫ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন- তোলপাড় রাজ্য! কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি হাসপাতালেই, কে গ্রেফতার জানেন?
ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে আছন্ন ছিলেন। হঠাৎ করেই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই দ্রুত ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাইরে বেরিয়ে আসেন। যদিও ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবুও দুর্যোগের স্মৃতি এখনও ভুলতে পারেননি সিমলার মানুষজন, ফলে ক্ষণিকের কম্পনেও নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, লেহ-তেও একই রাতে ভূমিকম্প অনুভূত হয়। সেখানকার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। এই দুই অঞ্চলই ভূমিকম্পপ্রবণ বলে পরিচিত। প্রশাসন বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন- তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন
জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতের প্রতিবেশী দেশগুলিতেও গত রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তিব্বতে ৪.০, পাকিস্তানে ৪.৬ ও আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যদিও এগুলির কোনওটিতেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন- ফের সাগরে ফণা তুলছে গভীর নিন্মচাপ, কলকাতাতে ঘূর্ণিঝড়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
মঙ্গলবার গভীর রাতে প্রবল কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর জুড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতমালার অন্তর্গত অঞ্চল। যেটি বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ (ভারতীয় সময়) ভূমিকম্পটি অনুভূত হয়। হঠাৎ তীব্র কম্পনে অনেকে আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মানুষজন।
আরও পড়ুন- কালীপুজোয় কলকাতায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার, ১৮৩ জন গ্রেফতার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us