Birbhum News: ‘সহবাসে রাজি না হলে মেরে ফেলব’, তৃণমূল নেতার হুমকিতে থানায় ছুট তরুণীর

TMC: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও খুনের হুমকির অভিযোগে চাঞ্চল্য। বিবাহিত পরিচয় গোপন রেখে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শুরু তদন্ত।

TMC: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও খুনের হুমকির অভিযোগে চাঞ্চল্য। বিবাহিত পরিচয় গোপন রেখে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শুরু তদন্ত।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum rape case, Priyonath Sau, TMC councillor, Rampurhat, live-in cheating, death threat, woman complaint, Trinamool leader scandal, political controversy, BJP reaction,বীরভূম ধর্ষণ মামলা, প্রিয়নাথ সাউ, তৃণমূল কাউন্সিলর, রামপুরহাট, সহবাস প্রতারণা, খুনের হুমকি, তরুণীর অভিযোগ, তৃণমূল নেতা কেলেঙ্কারি, রাজনীতি চাঞ্চল্য, BJP অভিযোগ

প্রতীকী ছবি।

বীরভূমের রামপুরহাটে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও খুনের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ। রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর এবং সদ্য মনোনীত রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি।

Advertisment

অভিযোগ, বিবাহিত হয়েও নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেন প্রিয়নাথ। তরুণীর অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে ভোটার কার্ড সংক্রান্ত কাজে প্রিয়নাথের অফিসে গেলে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রিয়নাথ নিজেকে অবিবাহিত দাবি করে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরিবারের সম্মতিতেই সহবাস শুরু হয়। বছর পাঁচেক পর তরুণী বিয়ের প্রস্তাব দিলে প্রিয়নাথ জানায়, তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে।

আরও পড়ুন- Suvendu Adhikari: “কমিশনের কথার বাইরে গেলে জেলেই জায়গা হবে!”, শুভেন্দুর চরম সতর্কবার্তা

Advertisment

তরুণী সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে, কাউন্সিলর প্রভাব খাটিয়ে পরিবার-সহ তাঁকে খুনের হুমকি দেন এবং জোর করে সহবাস চালিয়ে যান বলে অভিযোগ। পরে তরুণীর অন্যত্র বিয়ে হলেও, অভিযুক্ত কাউন্সিলর তাঁকে ছেড়ে দেননি। অভিযোগ, তরুণীর বিবাহিত স্বামীকেও ব্ল্যাকমেইল করে সম্পর্ক বজায় রাখেন প্রিয়নাথ।

২০২২ সালের ৩১ অক্টোবর ওই তরুণী এক পুত্র সন্তানের জন্ম দেন। তারপর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন আরও বাড়তে থাকে। অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে বুধবার সকালে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী।

আরও পড়ুন- Kolkata News: কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ পেল ED! ভোটের আগে ফের বড়সড় দুর্নীতি ফাঁস?

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলেও। BJP-র বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, “তৃণমূল ধর্ষকদের আশ্রয় দেয়। সেই কারণেই ওই অভিযুক্তকে দলে পদ দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে প্রিয়নাথ সাউয়ের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুন-SIR নিয়ে ভিন্ন সুর অনুব্রত মণ্ডলের গলায়, মমতা-অভিষেকদের তুমুল অস্বস্তিতে ফেললেন কেষ্ট?

অন্যদিকে, রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "বিষয়টি সম্পর্কে তাঁর জানা নেই। এদিকে, রামপুরহাট থানা সূত্রে খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাউন্সিলর আপাতত দলীয় কার্যালয়ের মধ্যে নিজেকে গৃহবন্দি রেখেছেন বলে জানা গিয়েছে।"

West Bengal News Birbhum tmc