Suvendu Adhikari: “কমিশনের কথার বাইরে গেলে জেলেই জায়গা হবে!”, শুভেন্দুর চরম সতর্কবার্তা

SIR: এসআইআর ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিএলওদের সতর্কবার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ—“ভাইপো জেলে যাবে।”

SIR: এসআইআর ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিএলওদের সতর্কবার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ—“ভাইপো জেলে যাবে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, Abhishek Banerjee, SIR issue, Election Commission, TMC, BJP vs TMC, NRC fear, BLO warning, Bihar BLO jail, West Bengal politics, SIR controversy, Kaalighat, Suvendu statement, political clash,শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর ইস্যু, নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বনাম তৃণমূল, বিহার বিএলও, এনআরসি আতঙ্ক, কালীঘাট, ভাইপো জেলে যাবে, পশ্চিমবঙ্গ রাজনীতি, এসআইআর বিতর্ক, শুভেন্দুর হুঁশিয়ারি

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

SIR ইস্যু নিয়ে তৃণমূল নেতাদের আক্রমণের জবাবে সরাসরি পাল্টা আক্রমণে BJP নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০০২ সালে “ওনার ভোটার লিস্টে” নাম ছিল—এবং CAA বা অন্যান্য কোনও ষড়যন্ত্রের গল্পগুলো মিথ্যাচার মাত্র। শুভেন্দু আশঙ্কা উড়িয়ে দিয়ে সতর্ক করে বলেন, “এসআইআর করাতে দেব না বলে যারা বলছিল, পিসি-ভাইপো—এরা দু'জনেই এমন কথা বলছে। এসআইআর চালু হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে।”

Advertisment

BLO-দের রাজনৈতিক প্রভাবের কাছে নতিস্বীকার না করে নির্বাচন কমিশনের নির্দেশ মানার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, বিহারে ৫২ জন বিএলও এখনও জেলে আছেন। এটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে এই রাজ্যের বিএলওদের সতর্ক করেন তিনি। “আপনারা (তৃণমূল) যতই প্রভাব দেখান না কেন, আমরা আছি। বিএলওরা যদি কেউ নির্বাচন কমিশনের নির্দেশ না মানেন, তাঁদের পরিণতিও বিহারের বিএলওদের মতোই হবে,” বলেন শুভেন্দু।

আরও পড়ুন- SIR নিয়ে ভিন্ন সুর অনুব্রত মণ্ডলের গলায়, মমতা-অভিষেকদের তুমুল অস্বস্তিতে ফেললেন কেষ্ট?

Advertisment

বিএলওদের সতর্ক করে শুভেন্দু অধিকারী আরও বলেন, “বিএলওরা কোনও পার্টি বা কোনও দাদা-দিদির কথা শুনবেন না, নির্বাচন কমিশনের কথা মানবেন। কমিশনের নির্দেশ না মানলে ফল আপনি দেখবেন। আপনার মনে হতে পারে বিহারের পুলিশ নীতীশ কুমারের নিয়ন্ত্রণে ছিল, তাই BLO-রা জেলে গেছেন—কিন্তু এখানকার পুলিশও বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি তারা না নেয়, আমরা সর্বভারতীয় রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা করব।”

আরও পড়ুন-Kolkata News: কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ পেল ED! ভোটের আগে ফের বড়সড় দুর্নীতি ফাঁস?

এসআইআর ইস্যুতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। সেই আক্রমণের জবাবে শুভেন্দু বলেন, “ও (অভিষেক) আজ যন্ত্রণায় আছেন, রাতে ঘুমোচ্ছেন না, ক্ষমতা হারানোর ভয়ে কাঁপছেন। পিসি কালীঘাটে বসে থাকবেন, ভাইপো জেলে যাবেন—এই আতঙ্কে এই সব কথা বলা হচ্ছে।”

আরও পড়ুন-Cyclone Mantha Live Updates:ঘূর্ণিঝড় 'মন্থা'র দাপট, কলকাতায় তুমুল বৃষ্টি! বেলা গড়ালেই দুর্যোগ আরও তীব্র হবে?

CM Mamata banerjee abhishek banerjee SIR Suvendu Adhikari