/indian-express-bangla/media/media_files/2025/10/25/2-australian-cricketers-stalked-molested-in-indore-accused-arrested-2025-10-25-14-29-00.jpg)
আন্তর্জাতিক ইভেন্ট চলাকালীন ইন্দোরে এমন ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
মধ্যপ্রদেশের ইন্দোরে আইসিসি মহিলা বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের সঙ্গে যৌন হয়রানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ২৩ অক্টোবর, বৃহস্পতিবার সকালে হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে বাইকে করে আসা এক যুবক তাঁদের পিছু নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযুক্তকে পরে পুলিশ গ্রেপ্তার করেছে।
'ED-কে দিয়ে জীবনকৃষ্ণকে গ্রেফতার করিয়েছেন জেলা সভাপতি', বোমা ফাটালেন হুমায়ুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় দুই খেলোয়াড় তাদের হোটেল থেকে বেরিয়ে ক্যাফের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই বাইকচালক যুবক তাঁদের ধাওয়া করে এবং একজন খেলোয়াড়কে 'অনুপযুক্তভাবে' স্পর্শ করার চেষ্টা করে। এরপর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই দুই খেলোয়াড় দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন।
খবর পেয়েই অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিমানী মিশ্র ঘটনাস্থলে পৌঁছে দুই ক্রিকেটারের বক্তব্য রেকর্ড করেন। পরে এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে এক পথচারীর সহযোগিতায় অভিযুক্তের পরিচয় জানা যায়। ওই পথচারী সন্দেহভাজন যুবকের বাইক নম্বর নোট করেছিলেন। সেই সূত্র ধরে আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।
এক মাসে দুটি বিশাল মাপের বোমা! অজয় নদে রহস্য বাড়াচ্ছে যুদ্ধকালীন বিস্ফোরক
এই ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। আইসিসি ও বিসিসিআই উভয়েই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, আন্তর্জাতিক ইভেন্ট চলাকালীন ইন্দোরে এমন ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
নির্লজ্জ পাকিস্তানকে ফের উচিত জবাব ভারতের, লজ্জায় মুখ লকানোরও জায়গা পেল না
তৃণমূল তরফে কুণাল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলি, যেখানে নারী নির্যাতন, ধর্ষণ, সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবার ইন্দোরের ঘটনা সারা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট করে দিয়েছে। হোটেল থেকে ক্যাফে যাওয়ার পথে শ্লীলতাহানীর শিকার হন ২ অস্ট্রেলিয়ান ক্রিকেটর। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us