Advertisment

RG Kar: একের পর এক অভিযোগ! তড়িঘড়ি বদলি ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে, আজ ফের রাত দখলের ডাক

RG Kar: ‘হুমকি’ অডিও থেকে বর্ধমান মেডিকেলে 'দাদাগিরি'! আরজি কর আবহে একের পর এক অভিযোগ উঠেছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এমনকী ৯ অগাস্ট সেমিনার রুমে ওই চিকিৎসকের উপস্থিতির দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে গর্জে ওঠেন IMA।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Birupaksha Biswas RG Kar incident

একের পর এক অভিযোগ! তড়িঘড়ি বদলি ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে, আজ ফের রাত দখলের ডাক



Birupaksha Biswas: 'হুমকি’ অডিও থেকে বর্ধমান মেডিকেলে 'দাদাগিরি'! আরজি কর আবহে একের পর এক অভিযোগ উঠেছে চিকিৎসক  বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এমনকী ৯ অগাস্ট সেমিনার রুমে ওই চিকিৎসকের উপস্থিতির দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে গর্জে ওঠেন IMA। কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সত্য আড়ালের। যদিও IMA-র তোলা সকল অভিযোগকে খারিজ করে দিয়েছেন তিনি। এর মধ্যেই বদলি করা হল  বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসকে। গতকালই স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর।  মেরিট টেস্ট কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করেই এই বদলি এমনটাই দাবি করেছেন ওই চিকিৎসক। এর সঙ্গে আরজি কর ঘটনার কোন সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। 

Advertisment

Primary TET Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, সিজিওতে দিলেন হাজিরা

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছে সকল শ্রেণীর মানুষ। এর মধ্যে চর্চায় উঠে আসে দুই চিকিৎসকের নাম। এসএসকেএম মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর আবহে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের জারি করা নোটিসে বলা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট  বিরূপাক্ষ বিশ্বাসকে ৩ সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে তাঁকে। এদিকে বিরূপাক্ষ বিশ্বাসকে কোনভাবেই কাকদ্বীপ হাসপাতালে যোগদান করতে দেবেন না। এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম। 

Lovely Maitra: লাভলির 'বদলা' মন্তব্য এবার গড়াল হাইকোর্টে, মামলার অনুমতি দিল আদালত

 

আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে  ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। ঘটনার পর থেকে দিন যত গড়াচ্ছে। ততই প্রকাশে আসছে বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় বাসা বেধে থাকা দুষ্ট চক্রের নানা কুকীর্তি কাহিনী। কাহিনীর অন্যতম কাণ্ডারী ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসে’র বিরুদ্ধে এখন ক্ষোভে ফুঁষছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গোটা ডাক্তার কুল। তারা আরজি কর কাণ্ডের ন্যায় বিচার এবং বর্ধমান হাসপাতালে খবরদারি করা আটকাতে এখন একাট্টা হয়ে আন্দোলন চালাচ্ছেন। এই আবহেই বদলি করা হল তাঁকে।  

Cow Vigilantes: হরিয়ানায় গোরক্ষকদের 'শিকার' ১৯ বছরের তরুণ, ৩০ কিমি গাড়িতে তাড়া করে খুন

আজ ফের রাত দখলের ডাক 

২২ ঘন্টার একটানা আন্দোলনের জেরে পিছু হটতে হল কলকাতা পুলিশকে। পুলিশ কমিশনর বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার হাতেই তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তুলে দেন চিকিৎসকদের ২২ জনের একটি দল।  "অবস্থান তুললেও আন্দোলন চলবে বলেই জানিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। সেই সঙ্গে আজ বুধবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে।  বিচারের দাবিতে বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা । ওই সময় মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন গড়ার ডাক দিয়েছেন তাঁরা । উল্লেখ্য ৪ সেপ্টেম্বর রাত দখল শুরু হচ্ছে সন্ধ্যা ৭টায়। নিজ নিজ এলাকায় মানব বন্ধনের ডাক দেওয়া হয়েছে।

RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! কৌশলী তৃণমূল, কখনও 'ফোঁস' আবার কখনও সংযমের বার্তা!

RGKar medical college & hospital protest
Advertisment