Advertisment

Primary TET Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, সিজিওতে দিলেন হাজিরা

Primary TET Recruitment Scam : প্রাথমিক নিয়োগ দূর্নীতিতে ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ সকালে হাজিরা দিলেন রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী । প্রবল চাপের মুখে শাসকশিবির

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
TMC CBI

প্রতীকী ছবি

Primary TET Recruitment Scam : মমতা মন্ত্রী সভার হেভিওয়েট মন্ত্রীকে এবার তলব। সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। ইডি সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাঁকে তলব করা হয়।

Advertisment

Threats to Doctor: 'চাকরি খেয়ে নেব! আমি তৃণমূল করি', চিকিৎসককে হুমকি দিতেই শাসকনেত্রীর কী হল জানেন?

প্রাথমিক নিয়োগ দূর্নীতিতে ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ সকালে হাজিরা দিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। কারা দফতরের দায়িত্ব ছাড়ার পর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি কারা দফতরেরও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়াল শাসকদলের এই হেভিওয়েট মন্ত্রীর নামও। ইডি সূত্রে জানা গিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নাম পান তদন্তকারী আধিকারিকরা। এরপরই তাঁকে তলব করা হয়।

Lovely Maitra: লাভলির 'বদলা' মন্তব্য এবার গড়াল হাইকোর্টে, মামলার অনুমতি দিল আদালত

চন্দ্রনাথ সিংহকে তলব

এর আগে প্রাথমিক নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়।   চলে দফায় দফায় জেরা। তাঁর ব্যক্তিগত ডায়েরি থেকে তদন্তকারীদের হাতে উঠে আসে প্রাথমিক নিয়োগ মামলার একাধিক অজানা তথ্য। ইডি সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম মেলে সেই ডায়েরি থেকেই। নিয়োগ মামলায় এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশিও চলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন। খতিয়ে দেখা হয় ব্যঙ্কিং লেনদেন।  সে-সবের ভিত্তিতেই বুধে সিজিওতে ডেকে পাঠানো হয় চন্দ্রনাথকে।

RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! কৌশলী তৃণমূল, কখনও 'ফোঁস' আবার কখনও সংযমের বার্তা!

উল্লেখ্য গত মার্চে  নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ প্রায় ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। মন্ত্রীর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে নানা তথ্য ইতিমধ্যেই পেয়েছে ইডি। সূত্রের খবর, সেই সব তথ্যের ব্যাপারে বিশদে জানতেই চন্দ্রনাথ সিংকে তলব করেছে ইডি।

RG Kar Case: 'মেয়েদের ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন নয়', মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মমতার মন্তব্যে রুষ্ট নির্যাতিতার মা-বাবা

  

Primary TET ED-CBI
Advertisment