/indian-express-bangla/media/media_files/2025/08/28/mukutmanipur-2025-08-28-15-58-40.jpg)
Monsoon weekend getaway: বর্ষায় যেন আরও বেশি মোহময়ী হয়ে ওঠে অসাধারণ এই প্রান্ত!
Monsoon picnic near Kolkata:বর্ষায় কলকাতার কাছে ছোট্ট একটি ফাটাফাটি ট্রিপের প্ল্যান করছেন? এই বর্ষায় কলকাতার কাছে বেড়ানোর দারুণ একটি ডেস্টিনেশনের খোঁজে মিলবে বিশেষ এই প্রতিবেদনে। কলকাতার কাছেই অপরূপ এই তল্লাট এককথায় অসাধারণ।
দু'এক দিনের ছুটিতে বেড়িয়ে আসতে পারেন কলকাতার খুব কাছেই বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত মুকুটমণিপুর থেকে। বর্ষায় দিন দুয়কের নির্ভেজাল অবসর কাটাতে এই জায়গার জুড়ি মেলা ভার। সবুজে ঘেরা এই প্রান্ত পরিবেশপ্রেমীদের জন্য দারুণ পছন্দের।
বর্ষায় দু'দিনের ছুটিতে বেড়িয়ে পড়তে পারেন মুকুটমণিপুরের উদ্দেশে। চাইলে মুকুটমণিপুরের জলাধারে নৌকা বিহারের দারুণ মজা উপভোগের সুযোগ মিলবে। এছাড়াও মুকুটমণিপুরে রয়েছে হরিণ উদ্যান।
আরও পড়ুন-RG Kar case:আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন: মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতে পারেন সেই হরিণ উদ্যানে। আর যাঁরা ট্রেকিংয়ে উৎসাহী তাঁরাও বাংলার এই প্রান্তে এলে নিরাশ হবেন না। এখানে রয়েছে পরেশনাথ পাহাড়। ছোট্ট এই পাহাড়ে জৈন এবং হিন্দু দেব-দেবীদের মূর্তি খোলা আকাশের নিচে আপনি দেখতে পাবেন।
আরও পড়ুন- Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!
এই মুকুটমণিপুরেই রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ কংসাবতী। পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে এই কংসাবতী বাঁধ তৈরি হয়েছিল। কলকাতার দিক থেকে ট্রেনে সরাসরি মুকুটমণিপুরের যোগাযোগ নেই। তবে ট্রেনে বর্ধমান কিংবা দুর্গাপুরে নেমে সেখান থেকে গাড়িতে মুকুটমণিপুরে যেতে পারবেন।
এছাড়াও সল্টলেকের করুণাময়ীতে গিয়ে বাঁকুড়া যাওয়ার বাস ধরে ফেলতে পারেন। তারপর বাঁকুড়া শহরে নেমে সেখান থেকে যেতে পারেন মুকুটমণিপুরে। কলকাতা থেকে গাড়িতে মুকুটমণিপুরে যেতে গেলে আপনাকে ২০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হবে। এক্ষেত্রে সময় লাগবে তিন ঘন্টারও বেশি।