Durga Puja Grant:সবাইকে দুর্গাপুজোর অনুদান নয়, 'হাইকোর্ট সঠিক কথা বলেছে', বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Durga Puja government grant: গতবার ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দুর্গাপুজোর অনুদান দিয়েছিল রাজ্য। এবার সেই অঙ্ক বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার।

Durga Puja government grant: গতবার ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দুর্গাপুজোর অনুদান দিয়েছিল রাজ্য। এবার সেই অঙ্ক বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার।

author-image
Mina Mondal
New Update
Durga Puja government grant  ,Utilisation certificate mandatory  ,No grant without expenditure report,  Calcutta High Court directive,  Biman Bandopadhyay welcome HC order  ,Transparency in public fund usage  ,Dependent grant release  ,Speaker of Assembly’s reaction  ,Accountability for Puja committees,  HC affidavit requirement,দুর্গাপূজা সরকারি অনুদান  ,হিসাব না দিলে অনুদান বন্ধ  ,ব্যবহারকারী সার্টিফিকেট (utilisation certificate)  ,কলকাতা হাইকোর্ট নির্দেশ  ,বিমান বন্দ্যোপাধ্যায় স্বাগত (Vidhan Sabha Speaker Biman Bandopadhyay welcomes)  ,বিধানসভার অধ্যক্ষ মন্তব্য,  সরকারি অনুদানের স্বচ্ছতা,  অনুদান শর্তাধীন করা  ,হাইকোর্ট হলফনামা তলব  ,ক্লাবগুলোর খরচের হিসাব

Durga Puja government grant: নিজের বিধানসভা কেন্দ্রে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে হাজির বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Durga Puja government grant:বুধবারই কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানিয়েছে যে সমস্ত পুজো কমিটি গত বছরের দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেব জমা করেনি তাদেরকে এবারের অনুদান দেওয়া যাবে না। যদিও সরকারি অনুদানের খরচের হিসেব দেওয়ার জন্য সেই পুজো কমিটিগুলোকে এক মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমের ১৩ নম্বর ওয়ার্ডে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অধ্যক্ষ বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুজোর সরকারি অনুদান ইস্যুতে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: SSC নিয়োগ দুর্নীতিতে বিরাট নির্দেশ, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের

Advertisment

এই প্রসঙ্গে তিনি বলেছেন, "হাইকোর্ট সঠিক কথা বলেছে। যারা সরকারের টাকা পাবে তাদেরও তো দায়বদ্ধতা আছে। হাইকোর্ট সঠিক সিদ্ধান্তই নিয়েছে। রাজ্য সরকারেরও সজাগ দৃষ্টি রয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি পশ্চিমবঙ্গে যত দুর্গাপুজো কমিটি আছে, মাত্র দুটো কমিটি বাদে সবাই হিসেব জমা দিয়েছে। শিলিগুড়ির দুটো পুজো কমিটি, তারা দিতে পারেনি। তাদের কিছু অসুবিধা ছিল। সেটাও রেগুলারাইজ হয়ে যাবে।"

আরও পড়ুন- Mamata Banerjee:'বন্দুক, পাইপগান, স্টেনগান নিয়ে তাড়া, গুলি', গায়ে কাঁটা দেওয়া গল্প শোনালেন মমতা!

উল্লেখ্য, গতকালই কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেসব ক্লাবগুলি পুজোর অনুদান খরচের কোনও হিসেব দিতে পারেনি তাদের এবারের পুজোর সরকারি অনুদান দেওয়া যাবে না। 

আরও পড়ুন-weekend getaway:এখানেই প্রাণের স্বস্তি, মনের আরাম! নিরিবিলি এই তল্লাট কলকাতার কাছেই

খরচের হিসেব না দেওয়া ক্লাবগুলোকে অবশ্য এক মাস সময় দেওয়া হয়েছে। এই এক মাসের মধ্যে যারা সরকারি অনুদান খরচের হিসেবে দেবে তারাই এবারের অনুদান পাবে। গতবার দুর্গাপুজোর সরকারি অনুদান ছিল ৮৫ হাজার টাকা। এবার এক ধাক্কায় সেই অনুদানের অঙ্ক বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

highcourt Biman Banerjee Durga Puja grant