BJP protest march:খগেন মুর্মু থেকে মনোজ ওরাঁও, আদিবাসী নেতাদের নিরাপত্তার দাবিতে পথে রাজ্য BJP

Kolkata News:আদিবাসী জনপ্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় বিজেপির বিশাল মিছিল। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধামসা-মাদল হাতে মিছিল, নেতৃত্বে জুয়েল মুর্মু, লকেট চট্টোপাধ্যায় ও শীর্ষ রাজ্য বিজেপি নেতা।

Kolkata News:আদিবাসী জনপ্রতিনিধিদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় বিজেপির বিশাল মিছিল। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধামসা-মাদল হাতে মিছিল, নেতৃত্বে জুয়েল মুর্মু, লকেট চট্টোপাধ্যায় ও শীর্ষ রাজ্য বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
tribal leaders attack, BJP protest march, Khagen Murmu, Manoj Oraon, Kolkata rally, Locket Chatterjee, Jewel Murmu, state BJP leaders,Kolkata News,Bengali News Today, tribal women safety, College Square-Dorina Crossing,আদিবাসী জনপ্রতিনিধি হামলা, বিজেপি প্রতিবাদ মিছিল, খগেন মুর্মু, মনোজ ওরাঁও, কলকাতা মিছিল, লকেট চট্টোপাধ্যায়, জুয়েল মুর্মু, রাজ্য বিজেপি নেতৃত্ব, আদিবাসী মহিলাদের নিরাপত্তা, কলেজ স্কোয়ার-ডোরিনা ক্রসিং

BJP protest march: ফাইল ছবি।

Kolkata rally: আদিবাসী জনপ্রতিনিধিদের উপর একের পর এক হামলার প্রতিবাদে পথে নেমেছে রাজ্য BJP। বুধবার দুপুরে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিজেপি। মিছিলে অংশ নেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, সাংসদ- বিধায়ক থেকে শুরু করে আদিবাসী সমাজের একাধিক প্রতিনিধি।

Advertisment

প্রতিবাদ মিছিলে ধামসা-মাদল হাতে হাজির হন আদিবাসী সমাজের মানুষজন। মিছিলের শুরুতে দেখা যায় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে, তাঁর হাতে ছিল ঐতিহ্যবাহী তির-ধনুক। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা শংকর ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা-সহ আরও অনেকে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: গণধর্ষণ নয়, ধর্ষণ করেছে একজনই, দুর্গাপুরকাণ্ডে গোপন জবানবন্দি নির্যাতিতার

Advertisment

বিজেপির অভিযোগ, রাজ্যে আদিবাসী নেতাদের উপর হামলা বেড়েই চলেছে। সম্প্রতি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— দুই প্রান্তেই খগেন মুর্মু, মনোজ ওরাঁও, অনিতা হেমব্রম-সহ একাধিক আদিবাসী জনপ্রতিনিধির উপর আক্রমণ হয়েছে বলে দাবি তোলেন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রশাসন এসব ঘটনায় চোখ বুজে আছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হামলা চালাচ্ছে আদিবাসী সমাজের উপর।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'এক টাকাও দেবেন না', বিরাট বার্তা দিয়ে রাজ্য-রাজনীতিতে হুঙ্কার শুভেন্দুর

প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের আদিবাসী মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। সরকার মুখে ‘সবলা নারী’র কথা বললেও বাস্তবে তাঁদের উপর হামলা, অত্যাচার চলছে প্রতিনিয়ত। বিজেপি এসব অন্যায় চুপ করে মেনে নেবে না।”

অন্যদিকে, শংকর ঘোষ বলেন, “যে রাজ্যে খগেন মুর্মুদের মতো জনপ্রতিনিধিরা পর্যন্ত নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ তা ভাবা যায় না। মুখ্যমন্ত্রী শুধু কথায় নয়, বাস্তবে ব্যবস্থা নিন।”প্রতিবাদ মিছিল শেষে বিজেপি নেতৃত্ব রাজ্য প্রশাসনের কাছে দাবি জানান— আদিবাসী প্রতিনিধিদের উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং রাজ্যের আদিবাসী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে হবে।

আরও পড়ুন-Kolkata Metro:হঠাৎ বন্ধ মেট্রো পরিষেবা, কাজের দিনে যাত্রীদের ভোগান্তি চরমে

কলকাতার রাজপথে বিজেপির এই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। তবে বিশাল মিছিল সত্ত্বেও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

Bengali News Today BJP protest march Kolkata rally