Kolkata Metro:হঠাৎ বন্ধ মেট্রো পরিষেবা, কাজের দিনে যাত্রীদের ভোগান্তি চরমে

Metro service:কলকাতা মেট্রোর ব্লু লাইনে বুধবার দুপুরে বড়সড় বিপর্যয়। ট্র্যাকে ফাটল ধরা পড়ায় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে দুপুরের ব্যস্ত সময়ে শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হন। পরে আংশিকভাবে পরিষেবা চালু হয় বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

Metro service:কলকাতা মেট্রোর ব্লু লাইনে বুধবার দুপুরে বড়সড় বিপর্যয়। ট্র্যাকে ফাটল ধরা পড়ায় মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে দুপুরের ব্যস্ত সময়ে শতাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হন। পরে আংশিকভাবে পরিষেবা চালু হয় বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro, Blue Line disruption, MG Road crack, Maidan station, Metro service suspended, passenger inconvenience, Chandni Chowk station, Dumdum Metro, Amar Metro app, partial metro service,কলকাতা মেট্রো, ব্লু লাইন পরিষেবা বন্ধ, ময়দান স্টেশন, এমজি রোড ফাটল, মেট্রো বিপর্যয়, যাত্রী ভোগান্তি, চাঁদনি চক স্টেশন, দমদম মেট্রো, আমার মেট্রো অ্যাপ, মেট্রো পরিষেবা আংশিক বন্ধ

Kolkata Metro: কলকাতা মেট্রো

Metro Railway, Kolkata: ফের মেট্রোয় বিভ্রাট! কাজের দিনে ফের ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে পরিষেবা ব্যাহত হয় ট্র্যাকে ফাটল ধরা পড়ায়। ঘটনাটি ঘটে এমজি রোড মেট্রো স্টেশনের কাছাকাছি।

Advertisment

জানা গিয়েছে, দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ এই ত্রুটি ধরা পড়ে। এরপর ময়দান থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। সূত্রের খবর, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ একটি মেট্রো ট্রেন ময়দান স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। ট্রেনটি সামনে এগোনোর সিগন্যাল না পাওয়ায় যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ নেমে বিকল্প যাত্রার উপায় খুঁজতে শুরু করেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates: গণধর্ষণ নয়, ধর্ষণ করেছে একজনই, দুর্গাপুরকাণ্ডে গোপন জবানবন্দি নির্যাতিতার

Advertisment

কিছুক্ষণ পর ঘোষণা করা হয়, প্রযুক্তিগত কারণে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু যাত্রী ময়দান স্টেশন থেকে বেরিয়ে যান, আবার কেউ কেউ ট্রেনের ভিতরেই অপেক্ষা করতে থাকেন। 

আরও পড়ুন-Godown blaze: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর গোডাউন, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রায় পাঁচ মিনিট পর ট্রেনটি চাঁদনি চক পর্যন্ত যাওয়ার অনুমতি পায়। সেখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে, আপ ও ডাউন— দুই দিকেই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। হঠাৎ এই বিপর্যয়ে দুপুরবেলায় অফিসগামী ও সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না।

আরও পড়ুন-Kolkata News: খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! সূত্রের খবরে অতর্কিতে হানা, কারা গ্রেফতার জানেন?

 কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপ ‘আমার মেট্রো কলকাতা’-তে জানানো হয়, “অনিবার্য কারণে আপাতত ব্লু লাইনে আংশিক পরিষেবা চালু রয়েছে— ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

Metro service suspended kolkata metro kolkata news