BJP leader arrested: পুলিশ কর্মীকে মারধরে গ্রেফতার BJP-র ডাকাবুকো নেতা, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি ধৃতের

North 24 Parganas News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার BJP।

North 24 Parganas News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার BJP।

author-image
Utsab Mondal
New Update
Bongaon,  North 24 Parganas  ,BJP leader arrested,  Gobinda Bhattacharya,  Police officer assaulted,  Bongaon police station,  Gaighata  ,Bongaon sub-divisional court,  TMC vs BJP , False case allegation,বনগাঁ  ,উত্তর ২৪ পরগনা  ,বিজেপি নেতা গ্রেফতার,  গোবিন্দ ভট্টাচার্য  ,পুলিশ কর্মী মারধর  ,বনগাঁ থানা  ,গাইঘাটা  ,বনগাঁ মহকুমা আদালত,  তৃণমূল বনাম বিজেপি  ,মিথ্যা মামলার অভিযোগ

North 24 Parganas News: পুলিশের গাড়িতে ধৃত বিজেপি নেতা।

BJP leader arrested: উত্তর ২৪ পরগনার বনগাঁয় পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য। অভিযোগ, বুধবার রাতে বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি এলাকায় এক যুবককে পূর্ব আক্রোশে মারধর করেন তিনি। পরে জানা যায়, আক্রান্ত ওই যুবক কলকাতা পুলিশের কর্মী।

Advertisment

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ভুক্তভোগী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাইঘাটা এলাকা থেকে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুন- Primary Teachers: চাকরি হারানোর ঘোরতর আশঙ্কায় লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকও! রাজ্যের পর কেন্দ্রের হস্তক্ষেপ দাবি

Advertisment

এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “গোবিন্দ জমি মাফিয়া। সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করে। যে যুবককে মারধর করেছে সে একজন পুলিশ কর্মী। বিজেপি একটা উশৃঙ্খল দল।”

আরও পড়ুন- Nabadwip murder: পুজোর মুখে নৃশংস কাণ্ডে তোলপাড়! বাড়িতে থেকে তুলে নিয়ে খুন BJP কর্মীকে

অন্যদিকে ধৃত BJP নেতা গোবিন্দ ভট্টাচার্যের দাবি, “আমি বিজেপি করি বলেই তৃণমূল আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”

আরও পড়ুন-Durga Puja 2025: কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো, ৪০০ বছরের ঐতিহ্যে আজও উজ্জ্বল দুর্গোৎসবের স্বকীয়তা

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া অভিযোগ করে বলেন, “বিজেপি কর্মীরা বাড়িতে বসে থাকলেও পুলিশ কেস দিচ্ছে। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা। কেস হবে, জামিনও হবে। ২০২৬ সালে মমতা ব্যানার্জির বিসর্জন হবে।” যদিও এই বিষয়ে আক্রান্ত যুবক বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

Bongaon Arrested BJP Leader