/indian-express-bangla/media/media_files/2025/09/19/bjp-2025-09-19-15-53-54.jpg)
North 24 Parganas News: পুলিশের গাড়িতে ধৃত বিজেপি নেতা।
BJP leader arrested: উত্তর ২৪ পরগনার বনগাঁয় পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য। অভিযোগ, বুধবার রাতে বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি এলাকায় এক যুবককে পূর্ব আক্রোশে মারধর করেন তিনি। পরে জানা যায়, আক্রান্ত ওই যুবক কলকাতা পুলিশের কর্মী।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ভুক্তভোগী বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাইঘাটা এলাকা থেকে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “গোবিন্দ জমি মাফিয়া। সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করে। যে যুবককে মারধর করেছে সে একজন পুলিশ কর্মী। বিজেপি একটা উশৃঙ্খল দল।”
আরও পড়ুন- Nabadwip murder: পুজোর মুখে নৃশংস কাণ্ডে তোলপাড়! বাড়িতে থেকে তুলে নিয়ে খুন BJP কর্মীকে
অন্যদিকে ধৃত BJP নেতা গোবিন্দ ভট্টাচার্যের দাবি, “আমি বিজেপি করি বলেই তৃণমূল আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া অভিযোগ করে বলেন, “বিজেপি কর্মীরা বাড়িতে বসে থাকলেও পুলিশ কেস দিচ্ছে। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা। কেস হবে, জামিনও হবে। ২০২৬ সালে মমতা ব্যানার্জির বিসর্জন হবে।” যদিও এই বিষয়ে আক্রান্ত যুবক বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।