/indian-express-bangla/media/media_files/2025/08/25/modii-2025-08-25-11-56-49.jpg)
Modi rally: দমদমের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
BJP leaders absent Modi rally:গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে প্রকাশ্য জনসভা করেছেন। প্রধানমন্ত্রীর সেই সভায় এই রাজ্যের BJP-র বেশ কয়েকজন অত্যন্ত পরিচিত মুখের গরহাজিরা নিয়ে এবার নড়েচড়ে বসেছে খোদ প্রধানমন্ত্রীর সচিবালয়ও। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এই ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে।
গত শুক্রবার দমদমে প্রকাশ্য জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজির থাকলেও ছিলেন না লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মনরা। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদেরও আমন্ত্রণ জানানো হয়নি সেই সভায়। লকেট চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম।
বঙ্গ বিজেপির একটি সূত্রের দাবি, মোদীর সভায় আসার জন্য লকেট চট্টোপাধ্যায়দের আমন্ত্রণপত্রই পাঠানো হয়নি। একইভাবে মোদীর সভায় ডাক পাননি দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁয়েরাও। লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন।
যদিও গত মাসে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভায় বিজেপির এই পাঁচ সাধারণ সম্পাদকের মধ্যে লকেট সহ চারজনই উপস্থিত ছিলেন। তবে গত শুক্রবার তবে পাঁচ সাধারণ সম্পাদকদের মধ্যে একমাত্র জগন্নাথ সরকার ছাড়া প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় কেউ উপস্থিত ছিলেন না। যদিও অগ্নিমিত্রা পাল মোদীর সভার দু'দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন- Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, পরপর মৃত্যু, হাসপাতালে হাহাকার, আর্তনাদ!
স্বাভাবিক কারণেই তিনি যেতে পারেননি সেই সভায়। জগন্নাথ ছাড়া আর বাকি তিন সাধারণ সম্পাদকের কেউই মোদীর সভায় যাননি। বিজেপির একটি সূত্রের দাবি, তাঁদের আমন্ত্রণপত্রই পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কিছু না বললেও দলের অন্দরে কিন্তু রীতিমতো চর্চা ছড়িয়েছে।