Bjp:শুধু দিলীপই নন, মোদীর সভায় গরহাজির লকেট, জ্যোতির্ময়রাও, কারণ জানতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ফোন

Dumdum Modi rally: গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সজনসভায় রাজ্য BJP-র অত্যন্ত পরিচিত বেশ কিছু মুখের অনুপস্থিতি নজর এড়ায়নি।

Dumdum Modi rally: গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সজনসভায় রাজ্য BJP-র অত্যন্ত পরিচিত বেশ কিছু মুখের অনুপস্থিতি নজর এড়ায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Dumdum Modi rally  ,PMO phone call controversy,  Locket Chatterjee absence Modi rally,  Jyotirmoy Singh Mahato Modi rally,  PMO call to BJP leaders  ,Dumdum political news  ,Narendra Modi West Bengal visit,  BJP leaders absent Modi rally  ,Prime Minister’s Office intervention,  West Bengal politics update,দমদম মোদীর সভা  ,প্রধানমন্ত্রীর সচিবালয়ের ফোন বিতর্ক,  মোদীর সভায় লকেট চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি  ,জ্যোতির্ময় সিং মাহাতো মোদী সভা,  বিজেপি নেতাদের কাছে পিএমও’র ফোন,  দমদম রাজনৈতিক খবর,  নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর,  মোদীর সভায় বিজেপি নেতাদের অনুপস্থিতি,  প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ  ,পশ্চিমবঙ্গ রাজনীতি আপডেট

Modi rally: দমদমের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

BJP leaders absent Modi rally:গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে প্রকাশ্য জনসভা করেছেন। প্রধানমন্ত্রীর সেই সভায় এই রাজ্যের BJP-র বেশ কয়েকজন অত্যন্ত পরিচিত মুখের গরহাজিরা নিয়ে এবার নড়েচড়ে বসেছে খোদ প্রধানমন্ত্রীর সচিবালয়ও। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এই ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisment

গত শুক্রবার দমদমে প্রকাশ্য জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজির থাকলেও ছিলেন না লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মনরা। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদেরও আমন্ত্রণ জানানো হয়নি সেই সভায়। লকেট চট্টোপাধ্যায় বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম। 

বঙ্গ বিজেপির একটি সূত্রের দাবি, মোদীর সভায় আসার জন্য লকেট চট্টোপাধ্যায়দের আমন্ত্রণপত্রই পাঠানো হয়নি। একইভাবে মোদীর সভায় ডাক পাননি দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁয়েরাও। লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপার অ্যাকশনে ED! তৃণমূল বিধায়কের বাড়ি-শ্বশুরবাড়িতে হানা

যদিও গত মাসে দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভায় বিজেপির এই পাঁচ সাধারণ সম্পাদকের মধ্যে লকেট সহ চারজনই উপস্থিত ছিলেন। তবে গত শুক্রবার তবে পাঁচ সাধারণ সম্পাদকদের মধ্যে একমাত্র জগন্নাথ সরকার ছাড়া প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় কেউ উপস্থিত ছিলেন না। যদিও অগ্নিমিত্রা পাল মোদীর সভার দু'দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন- Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, পরপর মৃত্যু, হাসপাতালে হাহাকার, আর্তনাদ!

স্বাভাবিক কারণেই তিনি যেতে পারেননি সেই সভায়। জগন্নাথ ছাড়া আর বাকি তিন সাধারণ সম্পাদকের কেউই মোদীর সভায় যাননি। বিজেপির একটি সূত্রের দাবি, তাঁদের আমন্ত্রণপত্রই পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কিছু না বললেও দলের অন্দরে কিন্তু রীতিমতো চর্চা ছড়িয়েছে।

আরও পড়ুন- Kolkata weather report:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা

modi Locket Chatterjee Bengal BJP