Indian Railways: যে কোনও উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দিয়ে থাকে ভারতীয় রেল। নিত্য নতুন পরিষেবা দিতে পূর্বরেল এর আগেও নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এবার ছট (Chhath) উৎসবের মরশুমেও দেশের বিভিন্ন দিকে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের উপর ভরসা রেখেছেন কাতারে কাতারে মানুষজন।
ছট উৎসবের মরশুমে পূর্ব রেল শিয়ালদহ থেকে গোরখপুর, হাওড়া থেকে রক্সৌল, কলকাতা থেকে শিলচর, ভাগলপুর থেকে নিউ দিল্লি, আসানসোল থেকে ছত্রপতি মহারাজ শিবাজী টার্মিনাল, কলকাতা থেকে পাটনা, কলকাতা থেকে সাহারসা, মালদা টাউন থেকে আনন্দ বিহার, আসানসোল থেকে খাতিপুরা, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে খাতিপুরা, মালদা টাউন থেকে উধনা, শিয়ালদহ থেকে লখনউ, কলকাতা থেকে গোরাখপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালিয়েছে। এই ট্রেনগুলিতে ছট পালনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ছট উৎসবের মরশুমে কলকাতা, হাওড়া এবং শিয়ালদহ থেকে উত্তর ভারতের রাজ্যগুলির দিকে-দিকে বিশেষ ট্রেন চালিয়েছে পূর্ব রেল। যার জেরে ছট পালনকারীদের দারুণ সুবিধা হয়েছে। সহজে এবং দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছোতে কাতারে-কাতারে ছট পালনকারীরা উৎসবের মরশুমে এই ট্রেনগুলিতে যাত্রা করেছেন।
আরও পড়ুন- West Bengal By-Election: আরজি করে 'ধাক্কা' কতটা? 'বুঝে নেওয়ার' ভোটে তৃণমূল, প্রত্যয়ী BJP! হাত-ছেড়ে ময়দানে বাম
আরও পড়ুন- WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস, উচ্চ মাধ্যমিক পাশ যুবকের 'হাতযশ' দেখে চোখ কপালে পুলিশেরও!
আরও পড়ুন- Jagadhatri Puja: এবার থেকে প্রতিদিন জগদ্ধাত্রী পুজো বাংলার এই প্রান্তে, কারণ জানলে চমকে যাবেন!
উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনের অকুপেন্সি রেট নিম্নরূপ: