Advertisment

Jagadhatri Puja: এবার থেকে প্রতিদিন জগদ্ধাত্রী পুজো বাংলার এই প্রান্তে, কারণ জানলে চমকে যাবেন!

Jagadhatri Puja: এই বছর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছরের জগদ্ধাত্রী পুজোর নবমী থেকেই নিত্যপুজো শুরু হয়ে গিয়েছে। রাজ্যের এই এলাকায় প্রতিদিন দেবী জগদ্ধাত্রীর আরাধনার পিছনে একটি কাহিনী রয়েছে। তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন।

author-image
Pradip Kumar Chattopadhyay
আপডেট করা হয়েছে
New Update
Jagadhatri Puja Kalna Gouranga Math: জগদ্ধাত্রী পুজো কালনা গৌরাঙ্গ মঠ

অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তির নিত্যপুজো শুরু।

Jagadhatri Puja is held daily at Kalna Gouranga Math: প্রতি বছর কার্তিকের শুক্লা নবমী তিথিতে বাংলা জুড়ে হয়েথাকে দেবী জগদ্ধাত্রীর পুজো (Jagadhatri Puja)। তবে এবার আর শুধু তিথি মেনে নয়, সারা বছর হবে জগদ্ধাত্রী পুজো। সেই লক্ষ্যেই গত রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে চারফুট উচ্চতার অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি প্রতিষ্ঠা হয়েছে পূর্ব বর্ধমানের কালনার কাঁসারী পাড়ার গৌরাঙ্গ মঠে। হাজার-হাজার ভক্তের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে জগদ্ধাত্রীর মূর্তিটি মঠের সিংহাসনে অধিষ্ঠিত করে হয়েছে বিশেষ পুজোপাঠ। 

Advertisment

কালনা (Kalna) শহরের কাঁসারী পাড়ায় রয়েছে শ্রীশ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত গৌরাঙ্গ  মঠ। সেই মঠে এতদিন মাটির তৈরি জগদ্ধাত্রী দেবী  প্রতিমার পুজো হত। মাটির তৈরি প্রতিমার পরিবর্তে মঠের সিংহাসনে অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি স্থায়ী ভাবে স্থান পাওয়ার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন মঠ কর্তৃপক্ষ। তাঁদের কথা অনুযায়ী, কুলটির রাণীতলা এলাকার দাস পরিবারের মন্দিরে এতদিন নিত্য পুজো হত প্রায় চারফুট উচ্চতার অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তিটির। ওই পরিবারের সদস্যরা কয়েক মাস আগে মূর্তিটি মঠকে হস্তান্তর করেছেন।  

এই হস্তান্তরের কারণ প্রসঙ্গে কুলটির ওই দাস পরিবারের সদস্য ধনঞ্জয় দাস বলেন, "প্রায় ৬০ বছরেরও বেশি সময় ধরে আমাদের  বাড়ির মন্দিরে অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তিটির নিত্য পূজা হত। কিন্তু আমাদের ছোট পরিবারে লোকবল কমে যাওয়ায় সমস্যায় পড়তে  হয়। এই অবস্থায় দেবীর নিত্য পুজোয় যাতে কোনও ত্রুটি না হয়, সেই কারণেই আমারা আমাদের পরিবারের দেবীমূর্তিটি গৌরাঙ্গ মঠকে হস্তান্তর করি। এখানে প্রতিদিন ঠিকঠাক ভাবে দেবীর পূজা-অর্চনা  হবে বুঝেই দেবীকে মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি আমরা।"

আরও পড়ুন- WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস, উচ্চ মাধ্যমিক পাশ যুবকের 'হাতযশ' দেখে চোখ কপালে পুলিশেরও!

আরও পড়ুন- Digha: পর্যটকরা আহ্লাদে আটখানা হবেনই! বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসুন দিঘায়, বিনোদনের নয়া ইভেন্ট চালু কবে?

আরও পড়ুন- Salt Lake Incident: মায়ের সঙ্গে স্কুটিতে বাড়ি ফিরছিল একরত্তি পড়ুয়া, এক মহূর্তেই সব শেষ...!

এদিকে মঠের  পরিচালন সমিতির অন্যতম সদস্য চণ্ডীদাস মুখোপাধ্যায় ও মধুসূদন চট্টোপাধ্যায়রা জানান, এতদিন তিথি মেনে দু’দিন মঠে জগদ্ধাত্রী প্রতিমার পুজো হয়েছে। তবে রবিবার অষ্টধাতুর দেবী জগদ্ধাত্রীর মূর্তি মঠে প্রতিষ্ঠা করা হয়েছে। এবার ১২ মাস অর্থাৎ নিত্যদিন মঠে ভক্তি সহকারে হবে দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু হয়ে গিয়েছে। এলাকার জনপ্রতিনিধি মৌসুমী  রায় কার্ফা বলেন, “এতদিন প্রতি বছর নির্দিষ্ট তিথিতে মঠে দেবী জগদ্ধাত্রীর পুজো হত। এখন থেকে প্রতিদিন নিষ্ঠা সহকারে দেবী জগদ্ধাত্রীর পূজা হবে মঠে। এর জন্য নতুন মন্দির তৈরি করা হয়েছে। সিংহাসনও তৈরি করা হয়েছে। দেবীর ভক্তরা বছরের যেদিন ইচ্ছা মঠে এসে দেবী জগদ্ধাত্রীর পুজো দেওয়ার ইচ্ছা পূরণ করতে পারবেন।’

Purba Bardhaman Kalna Jagadhatri Puja
Advertisment