Teachers’ Day: শিক্ষক দিবসে অভূতপূর্ব শ্রদ্ধার্ঘ্য! নিজের ছাত্র-জীবনের মাস্টারমশাইদের বাড়ি গিয়ে সম্মান জানালেন 'মন্ত্রীমশাই'!

Teachers’ Day: শিক্ষক দিবসে নিজের ছাত্র জীবনের মাস্টারমশাইদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানালেন মন্ত্রী।

Teachers’ Day: শিক্ষক দিবসে নিজের ছাত্র জীবনের মাস্টারমশাইদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানালেন মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Teachers’ Day  ,Minister Swapan Debnath,  visited teachers’ homes  ,honoured retired teachers,  Teachers’ Day home visit,শিক্ষক দিবস  ,মন্ত্রী স্বপন দেবনাথ  ,মাস্টারমশাইদের বাড়ি গিয়ে সম্মান,  শিক্ষকদের ব্যক্তিগত দরজায় শ্রদ্ধা,  বাড়ি গিয়ে সম্মান প্রদান

Teachers’ Day 2025: শিক্ষক দিবসের শ্রদ্ধার্ঘ্য!

Teachers’ Day: শিক্ষক দিবসে নিজের ছাত্র জীবনের 'মাস্টারমশাই'দের সম্মান জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শিক্ষক দিবসে মাস্টারমশাইদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট তুলে দিলেন মন্ত্রী। এরই পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের শিক্ষক জীবনের কিছু অভিজ্ঞতাও শেয়ার করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

Advertisment

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রাক্তন উপাচার্য অমিত কুমার মল্লিক ও অধ্যাপক প্রাণেশ দাসের সহচর্য্য পেয়েছিলেন মহাশয়কে শিক্ষক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে তাদের বাড়িতে। প্রাক্তন উপাচার্য অমিত কুমার মল্লিকের বাড়ি গিয়ে সংবর্ধনাজ্ঞাপনের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "আমি বিশ্ববিদ্যালয়ে ওনার কাছে পড়েছি। ওনাকে প্রমাণ জানাতে পেরে গর্ব অনুভব করছি। আমার জীবনের সব শিক্ষকদেরই প্রণাম জানাচ্ছি।" 

আরও পড়ুন- Tragic Death: মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, মা- দুই মেয়ের মৃত্যুতে কান্নার রোল, বুক ফাটা আর্তনাদ

Advertisment

তিনি আরও বলেন, "ওদের আশীর্বাদ ছাড়া আমি এতটা পথ পেরোতে পারতাম না। উনি ক্লাস শুরুর আগেই পৌঁছে যেতেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ওর ক্লাস কোনওদিন মিস করতাম না। আমি নিজেও একটা সময় তিন বছর একটি হাইস্কুলে শিক্ষকতা করেছি। কালনা কলেজেও প্রায় সাড়ে আট বছর পার্টটাইম করেছি।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: বেআইনিভাবে কার্তুজের খোল লেনদেন, STF-এর জালে কলকাতার তিন অস্ত্রের দোকানের মালিক

আজ শিক্ষক দিবস, গোটা রাজ্যে তথা গোটা দেশে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। এবার গোটা রাজ্য থেকে ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাকে 'শিক্ষারত্ন' পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- Suvenddu-Mamata: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন', মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

Bengali News Today Swapan Debnath Teachers Day