/indian-express-bangla/media/media_files/2025/06/21/abhijit-2025-06-21-12-11-44.jpg)
BJP MP Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আবারও চর্চায় তমলুকের BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তৃণমূলের মেগা ইভেন্ট ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে গতকালই ছিল তৃণমূলের শেষ একুশের সভা। গতকালের এই সভা রাজনৈতিক দিক থেকে তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন কলকাতা শহরে। ধর্মতলায় শহীদ সমাবেশে মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় '২৬-এর লড়াইয়ের বার্তা ছুঁড়ে দিয়েছেন দলের কর্মীদের।
তবে একুশে জুলাইয়ের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস 'হাইজ্যাক' করে নিয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে ২১ জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্কই নেই। যারা রাজনৈতিক খবরা-খবর বহুদিন ধরে রাখছি, তারা এটাকে গুরুত্ব দিই না। লোকজন ভাড়া করে বাসের ট্রেনে এনে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে।"
এর আগেও নানা ইস্যুতে একাধিকবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুমুল ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে মাঝে কয়েক সপ্তাহ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তমলুকের এই সাংসদ। কলকাতায় থাকাকালীন অসুস্থ হওয়ার পর পরবর্তী সময়ে এয়ারলিফট করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির AIIMS হাসপাতালে।
আরও পড়ুন- Shaktigarh langcha:নতুন ইতিহাস শক্তিগড়ের ল্যাংচার! আপ্লুত ব্যবসায়ীরা ধন্যবাদ জানাচ্ছেন কাকে জানেন?
একটানা কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। একটানা চিকিৎসার পর আপাতত সুস্থ হয়েছেন তিনি। সম্প্রতি সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। সেই অধিবেশনেও যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ। তবে এবার একুশে জুলাইকে নিয়ে তাঁর এই কটাক্ষের পাল্টা প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি তৃণমূলের তরফে।
আরও পড়ুন- AI education: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থায় AI প্রযুক্তি ব্যবহারের সময় এসে গেছে', বললেন মুখ্যমন্ত্রী