BJP MP Jyotirmay Singh Mahatos letter to Nobel Committee in name of Muhammad Yunus: এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)-এর নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার আবেদন BJP সাংসদের। সরাসরি নোবেল কমিটিকেই চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)।
ইউনুসের নামে নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদের :
BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোনোবেল কমিটিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "অত্যন্ত যন্ত্রণার সঙ্গে লিখছি মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের হিন্দুরা অকথ্য বিভীষিকাময় গণহত্যার সম্মুখীন। শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে গেছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন। এই নৃশংসতার নিন্দা করতে এবং পুরস্কারের সততা বজায় রাখতে এখনই পুনর্বিবেচনা করুন।"
বাংলাদেশে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা। কট্টরবাদী মৌলবাদীরা বেছে-বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে। কট্টরবাদীদের হামলার ভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। বাংলাদেশের সরকার মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করার কথা বললেও আদতে তা হচ্ছে না। দিকে দিকে উগ্রবাদীরা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে হিন্দুদের ওপর। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাড়ির কাছেই একটি বাজারে ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।
এদিকে, এপার বাংলায় ফের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ তুলোধনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে।
I write with anguish as Hindus in Bangladesh face unspeakable horrors under Muhammad Yunus’s leadership—mass killings, temple destruction & persecution. Nobel Committee, how can a 'peace laureate' allow this? Act now to condemn these atrocities & uphold the Prize's integrity.… pic.twitter.com/ri4tc4bnx1
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) December 6, 2024
তিনি বলেন, "পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন মহম্মদ ইউনুস। আওয়ামি লিগ এলে ওদের যা অবস্থা হবে...। ত্রিপুরায় যেমন বন্ধ করা হয়েছে, অসমে যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে... পশ্চিমবঙ্গেও কিছু ঘন্টার জন্য আমরা সীমান্ত বন্ধ করেছিলাম। ১৫ দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে ভারত সরকারকে। আমরা বৈঠকে কিছু সিদ্ধান্ত নেব।"
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা
অন্যদিকে, বাংলাদেশে ISKCON-এর প্রাক্তন মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেপ্তারি নিয়েও ঘরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। ভাইরাল হওয়া একটি ভিডিও-য় দেখা গিয়েছে, সে দেশের বিশিষ্ট কবি ফরহাদ মজহার (Farhad Mazhar) মহম্মদ ইউনুসের সামনে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানাচ্ছেন। তিনি ইউনুসের উদ্দেশ্যে বলেন, "চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে আমি কথা বলেছি। ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। সন্ন্যাসীর মন্তব্যের ভিন্ন মত থাকতে পারে। কেন গ্রেপ্তার করা হল? গ্রেপ্তারির আইনি ভিত্তি কী? ওঁকে জামিন দেওয়া হোক।"