Bihar Gangrape: হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়া এক মহিলা প্রার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই রীতিমত হুলস্থূল পড়ে গিয়েছে বিহার জুড়ে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই, বোধগয়ার বিহার মিলিটারি পুলিশ মাঠে হোমগার্ড নিয়োগের শারীরিক প্রতিযোগিতা চলছিল। দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসা এক মহিলা প্রার্থী দৌড়ের সময় অজ্ঞান হয়ে পড়ে যান। চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালক এবং টেকনিশিয়ান মিলে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ধর্ষণের অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে পুলশ। বোধগয়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিনয় কুমার, অ্যাম্বুলেন্স চালক। দ্বিতীয় অভিযুক্ত অজিত কুমার যিনি একজন টেকনিশিয়ান।
পুলিশ জানিয়েছে যে হোমগার্ড নিয়োগ দৌড়ে দৌড়ানোর সময় নির্যাতিতা অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছিল। অ্যাম্বুলেন্সেই ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, অ্যাম্বুলেন্সের চালক এবং কর্মী তাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ধর্ষণ করে।
অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গয়া জেলার সিনিয়র পুলিশ সুপার আনন্দ কুমার। এই ঘটনায় ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে। পুলিশ সিসিটিভিখতিয়ে দেখে আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে।