/indian-express-bangla/media/media_files/2025/10/25/bomb-2025-10-25-13-43-03.jpg)
Bomb found: ফের উদ্ধার বিশালাকার বোমা।
বীরভূমের বোলপুরে ফের একবার তীব্র উত্তেজনা। জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও একটি বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন জেলে অজয় নদে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় জালের সঙ্গে আচমকা উঠে আসে একটি ভারী ধাতব বস্তু। প্রথমে তাঁরা সেটিকে পাথর বা লোহার টুকরো ভেবে অবহেলা করেন, কিন্তু পরে ভালোভাবে দেখতেই দেখা যায় সেটি একটি পুরনো বোমা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুর থানার বিশাল পুলিশবাহিনী। তড়িঘড়ি করে এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। বোলপুর থানার এক আধিকারিক জানান, বোমাটি প্রাথমিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলেই মনে করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বোম্ব স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন- SIR:তামিলনাড়ুতে ১ সপ্তাহের মধ্যে SIR শুরু, বাংলা নিয়ে জোরদার জল্পনা শীর্ষে!
সূত্রের খবর, বিশেষজ্ঞ দল বোলপুরে রওনা দিয়েছে এবং তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করবে। প্রশাসনের পক্ষ থেকে নদীর আশপাশে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে।
আরও পড়ুন- Baruipur indigo farming:ইংরেজ আমলে বারুইপুরের নীল চাষের ইতিহাস, কৃষক শোষণ ও বিদ্রোহের প্রেক্ষাপট
উল্লেখ্য, মাত্র এক মাস আগেই একই অজয় নদ থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা। সেটি বুধবার নিষ্ক্রিয় করা হয়। আর তার পরদিনই ফের একই জায়গা থেকে আরেকটি বোমা উদ্ধারের ঘটনায় প্রশাসনের মাথায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে।
এলাকাবাসীর দাবি, নদীর ওই অংশে আরও এমন বোমা বা যুদ্ধকালীন অস্ত্র লুকিয়ে থাকতে পারে, তাই দ্রুত অনুসন্ধান চালানোর দাবি তুলেছেন তাঁরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us