/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-2025-08-01-14-25-26.jpg)
SIR: পশ্চিমবঙ্গেও এসআইআর নিয়ে জল্পনা বাড়ছে।
SIR: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR নিয়ে তৎপরতা তুঙ্গে। এবার মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল এক সপ্তাহ কিংবা তার আশে পাশের মধ্যেই তামিলনাড়ুতেও SIR শুরু হবে। বিহারে বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই এসআইআর নিয়ে রাজ্যে দুরন্ত তৎপরতা এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গেও এসআইআর নিয়ে চূড়ান্ত জল্পনার আবহে তামিলনাড়ুতে এসআইআর ঘোষণা হয়ে গেল।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুক্রবার মাদ্রাজ হাই কোর্টকে জানিয়েছে যে তামিলনাড়ুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision - SIR) আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে।
এই তথ্য কমিশনের পক্ষে আইনজীবী নিরঞ্জন রাজাগোপালন আদালতে জানান। মামলার শুনানির বিষয় ছিল প্রাক্তন AIADMK বিধায়ক বি সত্যানারায়ণনের করা একটি পিটিশন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে T Nagar বিধানসভা কেন্দ্রে AIADMK সদস্যদের ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে।
আরও পড়ুন-Baruipur indigo farming:ইংরেজ আমলে বারুইপুরের নীল চাষের ইতিহাস, কৃষক শোষণ ও বিদ্রোহের প্রেক্ষাপট
নিরঞ্জন রাজাগোপালন আদালতকে আশ্বাস দেন যে, পিটিশনের সমস্ত অভিযোগ SIR ড্রাইভ চলাকালীন সমাধান করা হবে। বেঞ্চ শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত করে।
পিটিশনার জানান, T Nagar নির্বাচনী এলাকার ২২৯টি বুথে দরজায় দরজায় যাচাই করলে দেখা গেছে ১০০টি বুথে ডুপ্লিকেট ভোটার, দ্বিগুণ এন্ট্রি, অ-নিবাসী ভোটার এবং মৃত ভোটারের অন্তর্ভুক্তি রয়েছে।
আরও পড়ুন-মাত্র ৬ ঘণ্টায় কলকাতা to বারাণসী! ৬২০ কিমি এক্সপ্রেসওয়ে, ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প
প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছেন, বুথ পর্যায়ের কর্মকর্তারা এলাকায় যাচাই না করে রিপোর্ট জমা দিয়েছেন। প্রমাণ সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটার তালিকা থেকে এই অনিয়মগুলো মুছে ফেলার যথাযথ পদক্ষেপ নেননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us