Bongaon chairman letter asking police to see whether militants are entering Bongaon under cover of selling shawls: "শাল, সোয়েটার-সহ অন্যান্য শীতবস্ত্র বিক্রির নামে করে এলাকায় বাইরের রাজ্য থেকে যারা ঢুকছেন, তাঁদের সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নিন", রীতিমতো আশঙ্কার সুর উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ (Bongaon) পুরসভার পুরপ্রধানের গলায়। কাশ্মীর-সহ ভিনরাজ্য থেকে বনগাঁয় যাঁরা শীত বস্ত্র বিক্রি করছেন ও দোকান খুলেছেন তাঁদের সম্পর্কে সবরকম তথ্য খতিয়ে দেখার অনুরোধ করে বনগাঁ থানার আইসি-কে চিঠি লিখেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ।
শীত পড়তে না পড়তেই রাজ্যের দিকে দিকে কাশ্মীর থেকে আসা 'শালওয়ালা'রা পাড়ি জমান। দশকের পর দশক ধরে এটাই ট্র্যাডিশন চলে আসছে বাংলায়। শহর থেকে শুরু করে জেলায়-জেলায় দশকের পর দশক ধরে শীতকাল এলেই কাশ্মীর থেকে বেশ কিছু মানুষজন এসে শাল, কম্বল, সোয়েটার, মাফলার, জ্যাকেট-সহ অন্য শীতবস্ত্র বিক্রি করেন। উত্তর ২৪ পরগনা বনগাঁতেও প্রতিবছর শীত এলেই বহু কাশ্মীরি যুবক, বয়স্ক মানুষজন শীতবস্ত্র বিক্রি করতে নেমে পড়েন।
তবে এবার বাংলাদেশে অস্থির পরিস্থিতির (Bangladesh Unrest) জেরে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁয় অনুপ্রবেশের আশঙ্কা যথেষ্ট মাথাচাড়া দিয়েছে। বনগাঁ সীমান্ত সহ উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকটি জায়গায় কয়েকজন ধরাও পড়েছে। ঠিক এই আবহে বনগাঁয় শাল ব্যবসার আড়ালে কোনও জঙ্গি ঢুকে পড়ছে না তো? সরাসরি এই আশঙ্কা করে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এবার চিঠি দিয়েছেন বনগাঁ থানার আইসি-কে।
বনগাঁ থানার আইসিকে ওই চিঠিতে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ লিখেছেন, "বনগাঁর মূল রাস্তার ধারে পুর এলাকার মধ্যে শীত-বস্ত্র বিক্রির জন্য অনেক স্টল খোলা হয়েছে। কাশ্মীর এবং অন্যান্য রাজ্য থেকে মানুষজন এসে সেই সব স্টলে শাল-কম্বল কম্বল বিক্রি করছেন। বনগাঁ শহরটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায়। সেই কারণেই বাইরে থেকে আসা সেই সব ব্যক্তিদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা প্রয়োজন। নিরাপত্তার স্বার্থেই তাদের সম্পর্কে সমস্ত রকম তথ্য পুলিশের কাছে থাকা উচিত। ব্যবসায়ীদের ছদ্মবেশে কোনও জঙ্গি যাতে ঢুকে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। বনগাঁর দিকে দিকে শীতবস্ত্র বিক্রি করতে যারা এসেছেন তাদের সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করতে পুলিশকে আবেদন জানাচ্ছি।"
আরও পড়ুন- Digha: নতুন বছর থেকেই দিঘায় বদলে যাচ্ছে অনেক নিয়ম, সমস্যা এড়াতে বিশদে জানুন
উল্লেখ্য, দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জম্মু-কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেফতার করেছিল এসটিএফ। জাভেদ ক্যানিংয়ে গিয়ে সেখানে তার এক শাল বিক্রেতা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। যদিও সেই আত্মীয় পরবর্তী সময় পুলিশকে জানান তিনি জাভেদের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।