Bratya Basu : চাকরিহারা হাজার হাজার শিক্ষক, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ফলপ্রকাশে বিরাট প্রভাব?

Bratya Basu On SSC Supreme Court Verdict: আজ সাংবাদিক সম্মেলনে চাকরিহারাদের পাশে আইনি লড়াইয়ে পাশে থাকার কথা ফের একবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Bratya Basu On SSC Supreme Court Verdict: আজ সাংবাদিক সম্মেলনে চাকরিহারাদের পাশে আইনি লড়াইয়ে পাশে থাকার কথা ফের একবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

author-image
IE Bangla Web Desk
New Update
Bratya Basu  SSC Supreme Verdict Madhymik HS Result Update

চাকরিহারা হাজার হাজার শিক্ষক, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ফলপ্রকাশে বিরাট প্রভাব?

Bratya Basu On SSC Supreme Court Verdict: গত বৃহস্পতিবার সুপ্রিম রায়ে ( SSC Recruitment Case Verdict ) রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। এ নিয়ে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলনে চাকরিহারাদের পাশে আইনি লড়াইয়ে পাশে থাকার কথা ফের একবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Advertisment

'সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে? নারদার চোর', বেনজির আক্রমণ কল্যাণের, নিশানায় মহিলা সাংসদও

গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকে চাকরিহারাদের আশার বাণী শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা তাঁর সরকার চাইবে বলে তিনি জানিয়েছেন। যোগ্য চাকরিপ্রাপকদের যাতে চাকরি হারাতে না হয় তার জন্য সর্বোতভাবে তাঁর সরকার সচেষ্ট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক সম্মেলন ফের একবার চাকরিহারাদের সেই বার্তাই দিয়েছে শিক্ষামন্ত্রী। 

BJP-র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কলকাতা উত্তাল

Advertisment

চাকরিহারাদের একাংশ আদালতের এই রায়ের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী মানবিক ভাবে বিষয়টি দেখছেন, তিনি চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেখানে একাংশ কী করছেন সেটা তাঁদের রুচি। যে মানবিক সহমর্মিতা দেখিয়েছেন তাতে রেসপন্ড করা উচিত। এসএসসি, মধ্য শিক্ষা পর্ষদের ভূমিকা আইনি ভাবে খতিয়ে দেখা হবে"। এসএসসি কাণ্ডের জেরে প্রভাব পড়বে কী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফল প্রকাশে? এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, "ফল প্রকাশে কোন দেরি হবে না। পর্ষদের সঙ্গে আমার কথা হয়েছে, খুব শীঘ্রই ওরা জানিয়ে দিতে পারবেন কবে ফল প্রকাশ হবে"। 

চাকরি বাঁচাতে মরিয়া চেষ্টা, 'মাস্টারপ্ল্যান রেডি', আটঘাট বেধেই এবার কোন পথে চাকরিহারারা?

 

SSC Recruitment Case Verdict bratya basu