Advertisment

Nandigram News: নন্দীগ্রামে খুন তৃণমূল নেতার ভাই, আহত আরও ১, বনধের ডাক তৃণমূলের

Nandigram News: রবিবার সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বোমাবাজি হয় নন্দীগ্রামে। রাত বাড়লেই এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে নিহত তৃণমূল নেতার ভাই।

author-image
Debanjana Maity
New Update
west bengal news,nandigram,tmc,bandh,পশ্চিমবঙ্গের খবর,নন্দীগ্রামে বনধ,পশ্চিমবঙ্গের খবর

Nandigram Bandh: নন্দীগ্রামে পথ অবরোধ তৃণমূলের।

Brother of Tmc leader killed in Nandigram: সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে বোমাবাজির ঘটনার পর রাতে ভোজালির কোপে মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের। আহত তৃণমূলের বুথ সভাপতিও। ঘটনার জেরে সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভে সামিল তৃণমূল নেতৃত্বরা। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সমবায় ব্যাঙ্কের নির্বাচন শেষ করে বাড়ি যাওয়ার সময় নন্দীগ্রামের কালীচরণপুরের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল ও তাঁর ভাই বিষ্ণুপদ মণ্ডলকে দুষ্কৃতীরা আটকে ভোজালির কোপ মারতে থাকে।

উপর্যুপরি আক্রমণের জেরে মৃত্যু হয় বিষ্ণুপদ মণ্ডলের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গুরুপদ মণ্ডল। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। 

আরও পড়ুন- West Bengal News Live: বিরাট বিস্ফোরণে চ্ছিন্নভিন্ন একের পর এক দেহ, মারাত্মক অভিযোগ নিহতদের পরিবারের

আরও পড়ুন- North Bengal: এবার আরও কম খরচে পাহাড় বেড়ান, তৈরি ট্যাক্সি-বাস, NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!

নন্দীগ্রাম -১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "গতকাল নির্বাচনে জয়ের পর BJP-র দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের গ্রেপ্তার ও এলাকার শান্তি ফেরানোর দাবিতে আজ নন্দীগ্রাম বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকে আমাদের নেতা কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।"

আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল

নন্দীগ্রামের বিজেপি নেতা, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "খুনের ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। কী হয়েছে খোঁজ খবর নিয়ে দেখব।"

Bangla News Murder nandigram news of west bengal news in west bengal West Bengal News tmc Bengali News Today
Advertisment