Bhangar News: মাধ্যমিকের ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদ করলে হামলা, পুলিশের জালে তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

South 24 Parganas News: শ্লীলতাহানির প্রতিবাদ করলে নির্যাতিতার পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে নেমে মোট ৩ জনকে গ্রেফতার করে।

author-image
Mina Mondal
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

Tmc leader arrested on charges of molesting madhyamik 2025 student in Bhangar: এবার মাধ্যমিক পরীক্ষার্থী এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে ওই তৃণমূল জন প্রতিনিধিকে। এই ঘটনাটিকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আসর চলার সময় এই ঘটনা ঘটে। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংকীর্তনের আসর চলাকালীন মহিলারা দধি টানার খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় তৃণমূল পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল যিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ, এক নাবালিকাকে টানাটানি করেন। টানাটানিতে তাঁর জামাকাপড় ছিঁড়ে যায়। এমনকী এরপরেই ওই তৃণমূল নেতা নাবালিকাকে আপত্তিকরভাবে স্পর্শ করে বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার পরেই হাউহাউ করে কেঁদে ওঠে ওই নাবালিকা। কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনা জানায় সে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত তৃণমূল নেতা চিরঞ্জিত মণ্ডল ও তার দলদল নাবালিকার পরিবারের ওপরেই হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। 

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশের সমস্যা মেটানোর ভার মোদীর উপরেই ছাড়লাম', সাফ বললেন ট্রাম্প

Advertisment

এরপরেই পুলিশে অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করে। সেই সঙ্গে তার দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

আরও পড়ুন- Purba Bardhaman News: পেনের ঢাকনা আটকে ফুসফুসটাই অকেজো হতে বসেছিল, একরত্তি শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

Bhangar South 24 Pgs Bengali News Today molestation news in west bengal news of west bengal