Bardhaman news: চাকরি চুরির পর এবার বই পাচারের 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল রাজ্য, অভিযোগের তীর কার দিকে জানেন?

Bardhaman news: এই বিষয়ে জেলা BJP নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, “ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তার বলি করা হচ্ছে একজন আধিকারিককে।" যদিও বিরোধীদের এই দাবি মানতে চাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস।

Bardhaman news: এই বিষয়ে জেলা BJP নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, “ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তার বলি করা হচ্ছে একজন আধিকারিককে।" যদিও বিরোধীদের এই দাবি মানতে চাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
বই পাচার কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পূর্ব বর্ধমান খবর, বর্ধমান সদর উত্তর চক্র, স্কুল পাঠ্যবই বিক্রি, সৌমেন কুণ্ডু, সরকারি বই চুরি, শিক্ষা দফতর তদন্ত, পশ্চিমবঙ্গ রাজনীতি, জেলা শিক্ষা আধিকারিক, Burdwan textbook scam, Soumen Kundu SI office, West Bengal education scam, School books stolen, Government textbook theft, SI office book racket, Teacher rec

চাকরি চুরির পর এবার বই পাচারের বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য

Bardhaman news: শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে এবার তোলপাড় ফেলেছে বই পাচার কাণ্ড! তাও আবার সরকারি বইয়ের ভাণ্ডার থেকেই বই-লুঠের অভিযোগ। বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। বই পাচারের ঘটনায় অভিযোগের অঙুল যাঁর দিকে উঠেছে তিনি আবার যে সে ব্যক্তি নন, খোদ বর্ধমান সদর উত্তর চক্রের স্কুল পরিদর্শক সৌমেন মন্ডল। ঘটনাটি জানাজানি হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু।

Advertisment

হোমগার্ড নিয়োগের পরীক্ষা দিতে আসা তরুনীকে গণধর্ষণ, তোলপাড় ফেলা খবরে উত্তাল দেশ

শিক্ষা দফতরে জমা পড়া অভিযোগপত্রে লেখা হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হওয়া বই সদর উত্তর চক্রের এসআই অফিসে জমা ছিল। গত ১২ এপ্রিল এবং ৩০ এপ্রিল দু'টি ট্রাকে করে সেই স্কুল পাঠ্য বইগুলি অন্যত্র নিয়ে যাওয়া হয়। বই গুলি বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অনৈতিকভাবে স্কুলের পাঠ্যবই বিক্রি হয়ে যাওয়ার কারণে স্কুলে ছাত্র ছাত্রীদের প্রয়োজন পড়লেও বই সরবরাহ করা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের এক কপি করে বই দিতে হয়। সেটাও দেওয়া যাচ্ছে না বলে শিক্ষা দফতরে অভিযোগ করা হয়েছে। 

Advertisment

এদিকে, এমন অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসেছে শিক্ষা দফতর। জেলা শিক্ষা দফতর পত্রপাঠ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, “গুরুতর অভিযোগ। সদর উত্তরচক্রের অফিস থেকে পঞ্চম শ্রেণির, পড়ুয়াদের জন্য রাখা বই পাচার হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। অফিসে বই নষ্ট হয়ে গেলেও তা গোডাউনে রাখতে হয়। অভিযোগ সত্যি হলে কড়া পদক্ষেপ করা হবে। সরকারি অফিস থেকে নতুন বা পুরনো কোনও বই বিক্রি করা যায় না। তদন্তের জন্য কয়েকজন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে।"

শারদোৎসবের বেশি দেরি নেই! শীঘ্রই দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার এই প্রসঙ্গে বলেন, "স্কুল
 পড়ুয়াদের পাঠ্যবই পাচার হয়ে যাচ্ছে, সেটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। এই অভিযোগ আমার কাছেও জমা পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" যাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সেই স্কুল পরিদর্শক সৌমেন কুণ্ডু বলেন, “অভিযোগ একেবারে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগকারীরা সকলেই ২১ জুলাই শহীদ দিবস পালন করতে গিয়েছিলেন অফিসে কিছু না জানিয়েই। ওঁদের বেনিয়মের বিরুদ্ধে সরব হওয়াতেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।"

এই বিষয়ে জেলা BJP নেতা দেবজ্যোতি সিংহ রায় বলেন, “ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। তার বলি করা হচ্ছে একজন আধিকারিককে।"  যদিও বিরোধীদের এই দাবি মানতে চাননি তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন, “তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সত্য না মিথ্যা তা তদন্তেই স্পষ্ট হবে। বিরোধীরা এই ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করছে।"

যমে-মানুষে টানাটানিতে হল না শেষ রক্ষা! নৃশংস হামলায় তৃণমূলের দাপুটে নেতার মৃত্যু

Education burdwan Scam