/indian-express-bangla/media/media_files/2025/10/10/arrest-2025-10-10-10-35-11.jpg)
TMC leader's brother arrest: তৃণমূল নেতার ভাই গ্রেফতার।
জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধর করে এক নিরীহ গ্রামবাসীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ভাই। ধৃতের নাম শেখ সইফুল ওরফে চাঁদ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক্ষণজাদি গ্রামে ধৃতের বাড়ি। পুলিশ বুধবার রাতে তাকে গ্রেফতার করে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন পুলিশ হেপাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বিচারক ধৃতের ৪ দিন পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শেখ সইফুল ওরফে চাঁদের বৌদি হাসনারা বেগম তৃণমূল কংগ্রেস পরিচালিত বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান।হাসনারার স্বামী ও শেখ চাঁদের দাদা শেখ ফিরোজ বেরুগ্রাম অঞ্চলের ডাকাবুকো তৃণমূল নেতা। সন্ত্রাস,অত্যাচার ও জুলুমবাজি চালানোর নানা অভিযোগে বিদ্ধ শেখ ফিরোজকে বেরুগ্রাম অঞ্চলের মানুষজন এখন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গেই তুলনা করেন।
এহেন তৃণমূল নেতা শেখ ফিরোজ চক্ষণজাদির বাসিন্দা রফিক উদ্দিন মল্লিকের জমি জোরপূর্বক কেড়ে নিয়ে সেখানে গোডাউন বানিয়েছেন বলে অভিযোগ। তা নিয়ে রফিক উদ্দিন জামালপুর থানায় শেখ ফিরোজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তবে দাদা ফিরোজের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর বিষয়টি ভাই শেখ চাঁদ মেনে নিতে পারেননি। তিনি মনে মনে ক্ষোভে ফুঁসছিলেন।
এমন এক পরিস্থিতির মধ্যেই গত ২৫ সেপ্টেম্বর বিকালে এলাকায় ঘোরাঘুরির সময়ে চাঁদ রফিক উদ্দিন মল্লিককে দেখতে পান। অভিযোগ, ওই দিন রফিকের পথ আটকে তার উপর চড়াও হয় চাঁদ। কেন তাঁর দাদা শেখ ফিরোজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই কৈফিয়ত রফিকউদ্দিনের কাছে চায় চাঁদ।
আরও পড়ুন-ED raids:দুর্গাপুজো মিটতেই অ্যাকশন মোডে ED! দাপুটে মন্ত্রীর অফিস-সহ কলকাতার দিকে দিকে হানা
পাল্টা রফিকউদ্দিন তাঁর জমি ফেরতের দাবি করেন চাঁদের কাছে। অভিযোগ, তখনই রফিক উদ্দিন মল্লিককে রাস্তায় ফেলে চাঁদ ব্যাপক মারধর শুরু করে। এমনকী ওই দিন রফিকউদিনকে খুনের চেষ্টাও চাঁদ করে।
এই ঘটনা নিয়েই রফিকউদ্দিন মল্লিক জামালপুর থানায় শেখ সইফুল ওরফে চাঁদের বিরুদ্ধ অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে । খোঁজ চালিয়ে বুধবার রাতে পুলিশ তূণমূল নেতা শেখ ফিরোজের ভাই শেখ চাঁদকে পাকড়াও করে তাকে গ্রেফতার করে। শেখ ফিরোজের সন্ত্রাস ও জুলুমবাজির শিকার হওয়া চক্ষণজাদির সকল বাসিন্দারা চাঁদের কড়া শাস্তির দাবি করেছেন।