Kolkata weather:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা! আবহাওয়ার উন্নতি কবে থেকে? শীতের লেটেস্ট আপডেট জানুন

West Bengal Weather Forecast 10 October, 2025: শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

West Bengal Weather Forecast 10 October, 2025: শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বৃষ্টির পূর্বাভাস  ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ  IMD forecast rain West Bengal  দক্ষিণবঙ্গে বৃষ্টি  উত্তরবঙ্গে প্রবল বর্ষণ  কলকাতা জলমগ্ন  আবহাওয়া দফতরের সতর্কতা  পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয়  সোম থেকে বৃষ্টি রাজ্যে  low pressure over Gangetic Bengal

Bengal Weather Forecast: আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস।

West Bengal rainfall: খাতায় কলমে বর্ষা পার হওয়ার সময় এসে গেলেও বৃষ্টির হাত থেকে এখনও নিস্তার নেই বঙ্গবাসীর। নিম্মচাপের পর এবার সৌজন্যে জোড়া ঘূর্ণাবর্ত। আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়ার উন্নতি কবে থেকে? 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার মুখ ভার। কোনও কোনও জেলায় ভোর থেকেই শুরু ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুরের মতো জেলাগুলি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Mahua Moitra:অসমের NRC চিঠি নদিয়ায়, 'BJP-র চক্রান্ত, ভোটের আগে আতঙ্ক ছড়ানোর খেলা', সোচ্চার মহুয়া

Advertisment

শুক্রবারের পর শনিবারেও বদলাবে না পরিস্থিতি। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন। তবে এখনই বারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শেষ দিক থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়তে পারে।

আরও পড়ুন-Murder Attempt:“মা যেন বাঁচে”, চোখে জল সন্তানদের, খুনের চেষ্টায় জেলে বাবা আরমান

কলকাতার ওয়েদার আপডেট 

শুক্রবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীতেও আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। শহর কলকাতায় এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত স্বস্তির বার্তা হওয়া অফিসের। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি চলবে।

আরও পড়ুন-Birbaha Hansda:'আমি আদিবাসী মেয়ে বলেই হয়তো আমার কেক খাওয়াটা ওদের গায়ে লাগল!' BJP-কে জবাব বীরবাহার

গত দিন দু'য়েক ধরে সন্ধের পর কয়েকটি জেলায় তাপমাত্রা নামছে। তবে এখনই শীতের অনুভূতি মিলতে ঢের দেরি রয়েছে। বঙ্গে এবার শীত কবে নাগাদ পাড়ি জমাতে পারে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। 

rain weather Bengal Weather Forecast Kolkata Weather