West Bengal News Updates: একের পর এক তাজা বোমা উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য, বীভৎস পরিণতির কথা ভেবেই শিউরে উঠছেন এলাকাবাসী

West Bengal News Updates 10 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 10 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙায়। দুই ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে বেলডাঙার কাপাসডাঙা দীঘিরধার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ব্যাগে রাখা ছিল মোট ২০টি তাজা বোমা।  স্থানীয়রা দীঘিরধার এলাকায় মাঠে সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। এরপরেই বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে উদ্ধার হওয়া বোমা ফাঁকা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisment

ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট বিপত্তি। এয়ার ইন্ডিয়ার AI-154,বিমানে কারিগরি ত্রুটির কারণে মাঝ আকাশে বিমানটিকে দুবাইতে ঘুরিয়ে আনতে বাধ্য হয়। বিমানটি প্রায় ৩৫,০০০ ফুট উচ্চতায় থাকাকালীন পাইলট সম্ভাব্য কারিগরি ত্রুটির ইঙ্গিত পান। সঙ্গে সঙ্গেই বিমানটি দুবাইতে ঘুরিয়ে দেওয়া হয়। 

এবার কলকাতা শহরের গোলপার্ক এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃত মনোতোষ কুণ্ডুর বয়স বছর ৫৫-এর কাছাকাছি। ওই বাড়ির নিচের তলায় একটি দোকান চালাতেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁকে দেখেননি প্রতিবেশীরা।

Advertisment

হঠাৎ গতরাতে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। ওই বাড়ি থেকে মনোতোষ কুণ্ডুর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- Kolkata weather:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা! আবহাওয়ার উন্নতি কবে থেকে? শীতের লেটেস্ট আপডেট জানুন

অন্যদিকে, এবার পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় রাজ্য সরকারকে ৬৮০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ বাংলার উন্নয়নে এই টাকা দিয়ে থাকে কেন্দ্র। অক্টোবরে এই টাকার প্রথম কিস্তি পেয়ে গিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলতি অর্থ বর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য টাকার প্রথম কিস্তি হিসেবেই এই টাকা দেওয়া হয়েছে রাজ্যকে। এর ফলে রাজ্যের ৩২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি ব্লক ও ২১টি জেলা পরিষদ উপকৃত হবে।

  • Oct 10, 2025 15:08 IST

    Kolkata News Live Updates:পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই

    রাজ্যে ফের শাসক নেতার হাতে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। তবে অবশ্য শেষ রক্ষ হয় নি। পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের অভিযোগে আউশগ্রাম থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা গোলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে।ধৃত আউশগ্রাম ২ নম্বর  ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লার বাড়ি স্থানীয় বেলেমাঠ গ্রামে। এই ঘটনা আউশগ্রামের  রাজনৈতিক মহলে বেশ হুলস্থুল ফেলে দিয়েছে।ঘটনা নিয়ে বিরোধীরা তীর্যক কটাক্ষে বিঁধেছে শাসক দলকে। 

    বিস্তারিত পড়ুন- পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই, তৃণমূল নেতার 'বাহুবলী অ্যাকশন', হুলস্থূল কাণ্ডে বিরাট গ্রেফতারি



  • Oct 10, 2025 15:06 IST

    Kolkata News Live Updates:দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টি

    দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টিপাত। বিদায় বেলায় ফের বর্ষার নয়া ইনিংস? ব্রেকিং আপডেট আবহাওয়া দফতরের। বাংলায় ফের নিন্মচাপের ভ্রূকুটি। দক্ষিণ বাংলাদেশের উপরে এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিন্মচাপের এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টিপাত, ফের নিম্নচাপের ভয়াল প্রভাব বাংলায়? ব্রেকিং আপডেট আবহাওয়া দফতরের



  • Oct 10, 2025 15:05 IST

    Kolkata News Live Updates:গণপিটুনিতে মৃত্যু যুবকের

    দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে।

    বিস্তারিত পড়ুন- Sonarpur news:সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার



  • Oct 10, 2025 15:04 IST

    Kolkata News Live Updates:গ্রেফতার দাপুটে তৃণমূল নেতার ভাই

    জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ করায় মারধর করে এক নিরীহ গ্রামবাসীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ভাই। ধৃতের নাম শেখ সইফুল ওরফে চাঁদ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক্ষণজাদি গ্রামে ধৃতের বাড়ি। পুলিশ বুধবার রাতে তাকে গ্রেফতার করে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন পুলিশ হেপাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। বিচারক ধৃতের ৪ দিন পুলিশ হেপাজত মঞ্জুর  করেছেন। 

    বিস্তারিত পড়ুন- Burdwan news:জুলুমবাজির প্রতিবাদের মাশুল, গ্রামবাসীকে বেধড়ক মারে খুনের চেষ্টা, গ্রেফতার ডাকাবুকো তৃণমূল নেতার ভাই



  • Oct 10, 2025 10:24 IST

    Kolkata News Live Updates:দুলে উঠল পৃথিবী, সুনামি সতর্কতায় বুক কাঁপছে

    প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্স-এ তীব্র কম্পনের জেরে ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এদিকে তীব্র ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- ভয়াবহ কম্পন! দুলে উঠল পৃথিবী, সুনামি সতর্কতায় বুক কাঁপছে দেশের মানুষের



  • Oct 10, 2025 10:23 IST

    Kolkata News Live Updates:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা!

    খাতায় কলমে বর্ষা পার হওয়ার সময় এসে গেলেও বৃষ্টির হাত থেকে এখনও নিস্তার নেই বঙ্গবাসীর। নিম্মচাপের পর এবার সৌজন্যে জোড়া ঘূর্ণাবর্ত। আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়ার উন্নতি কবে থেকে? 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা! আবহাওয়ার উন্নতি কবে থেকে? শীতের লেটেস্ট আপডেট জানুন



  • Oct 10, 2025 10:21 IST

    Kolkata News Live Updates:দুর্গাপুজো মিটতেই অ্যাকশন মোডে ED!

    দুর্গাপুজোর পর এবার কোমর বেঁধে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সাতসকালে কলকাতার দিকে দিকে হানা ED-র। দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দেয় ইডির অফিসাররা। এছাড়াও কলকাতার অন্তত ১০টি জায়গায় বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় এই সংস্থা। জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তল্লাশি অভিযান চলছে কলকাতায়।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather:জোড়া ঘূর্ণাবর্তে ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা! আবহাওয়ার উন্নতি কবে থেকে? শীতের লেটেস্ট আপডেট জানুন



Bengali News Today kolkata SIR bjp tmc