Murder Attempt:“মা যেন বাঁচে”, চোখে জল সন্তানদের, খুনের চেষ্টায় জেলে বাবা আরমান

Domestic violence: নৃশংস এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Domestic violence: নৃশংস এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Burdwan, Jamalpur, domestic violence, wife torture, murder attempt, Arman Khan, Alia Khatun, West Bengal crime, Burdwan news, woman assault, arrest, police investigation,বর্ধমান, জামালপুর, গার্হস্থ্য নির্যাতন, স্ত্রী নির্যাতন, খুনের চেষ্টা, আরমান খান, আলিয়া খাতুন, পশ্চিমবঙ্গ অপরাধ, বর্ধমান খবর, পুলিশ গ্রেপ্তার, নারী নির্যাতন, সন্তানদের সামনে নির্যাতন

Jamalpur Police Station: জামালপুর থানা।

Burdwan News: নাবালক ছেলে ও মেয়ের সামনে পাশবিক অত্যাচারে স্ত্রী আলিয়া খাতুনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী মহম্মদ আরমান খান। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মসাগ্রাম মাঠপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।

Advertisment

ওই মহিলার মা তহুরা শেখের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আরমান খানকে গ্রেফতার করে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আরমান খানের কড়া শাস্তির দাবি করেছেন তাঁর দুই কন্যা ও শাশুড়ি।

আরও পড়ুন- বাংলায় SIR তোড়জোড় তুঙ্গে! জেলায়-জেলায় শুরু কমিশনের বৈঠক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩ বছর আগে জামালপুরের কোড়িলি গ্রামের বাসিন্দা তহুরা শেখের মেয়ে আলিয়া খাতুনের সঙ্গে আরমান খানের বিয়ে হয়। মসাগ্রাম সংলগ্ন আজাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে আরমানের টায়ার সারাইয়ের দোকান রয়েছে। আরমানের দুই কন্যা ও এক পুত্র। তারা সবাই নাবালক। তারা স্কুলে পড়াশোনা করে। তাঁদের বাবা যেভাবে তাঁদের মায়ের উপর নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে তা দেখে তারা মর্মাহত। মানসিকভাবেও তারা যথেষ্ট ভেঙে পড়েছে। তাদের লেখাপড়া শেখা লাটে উঠতে বসেছে। 

Advertisment

তহুরা শেখ জানিয়েছেন, তাঁর মেয়ে আলিয়া খাতুনের সংসার জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই স্বামী আরমানের নির্যাতন সহ্য করে আসছে তাঁর মেয়ে আলিয়া। বিগত কয়েকদিন ধরে আলিয়ার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছিল আরমান। বুধবার দুপুরে তা চরমে ওঠে। তহুরা বলেন, "নিজের ব্যবসা লাটে তুলে দিয়ে আরমান নিত্যদিন তার স্ত্রী আলিয়ার কাছে টাকার দাবি করতো। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর খরচ চালানো থেকে শুরু করে সংসারের খরচ চালানো কোনও কিছুরই দায় দায়িত্ব আরমান পালন করতো না।"

আরও পড়ুন- West Bengal News Updates: বাংলার উন্নয়নে বিপুল পরিমাণে টাকা পাঠাচ্ছে কেন্দ্র! মোদী সরকারকে ধন্যবাদ জানালেন সুকান্ত

আরমান বুধবারও তাঁর স্ত্রীর কাছে টাকা দাবি করে। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পারায় আলিয়া তাঁর স্বামীকে টাকা দিতে পারে না। তহুরা বলেন, "টাকা না পেয়ে দুপুরে বাড়িতে এসেই ছেলেমেয়ের সামনে আরমান তাঁর স্ত্রী আলিয়ার উপর চড়াও হয়। গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে আলিয়াকে খুনের চেষ্টার পাশাপাশি রড দিয়েও আরমান এলোপাথাড়ি মারে আলিয়াকে।" 

আরও পড়ুন- Amitabh Bachchan:কথা রেখেছেন 'বাংলার জামাই'! অমিতাভ বচ্চনের সহায়তায় স্বপ্ন সত্যি বঙ্গতনয়ের!

প্রতিবেশীরা আলিয়াকে বাঁচাতে গেলে তাদের উপরেও চড়াও হয় আরমান। এমন নিষ্ঠুর আক্রমণে আলিয়া মারাত্মক জখম হয়। এই খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় আলিয়াকে  উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেয়ের উপর হওয়া এমন নিষ্ঠুর অ্যাচার নিয়ে রাতে তহুরা শেখ জামালপুর থানায় তাঁর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। ধৃতের ছেলেমেয়েরা বলছে, "আমাদের মা যাতে প্রাণে বাঁচে, তার ব্যবস্থা পুলিশ করুক।"

Arrested crime East Burdwan