/indian-express-bangla/media/media_files/2025/10/09/sir-meet-2025-10-09-20-06-37.jpg)
Kolaghat meeting: কোলাঘাটে বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকরা।
West Bengal election: SIR প্রস্তুতি তুঙ্গে বাংলায়। রাজ্য সিইও দফতরে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে সব জেলাশাসক, ইআরও, এইআরও-দের সঙ্গে বৈঠক করেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।
বুধবারের পর বৃহস্পতিবার রাজ্যের তিন জেলা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার প্রশাসনিক কর্তা ও ভোটার তালিকা তৈরির সাথে যুক্ত আধিকারিকদের নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বলাকা মঞ্চে বৈঠক করেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এছাড়াও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিক ও তিন জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার আধিকারিক সহ পূর্ব মেদিনীপুরের ২০০ জন বিএলও, ঝাড়গ্রামের ১৫০ জন বিএলও এবং বাঁকুড়া জেলার ১৫০ জন বিএলও, অর্থাৎ মোট ৫০০ জন বিএলওরা উপস্থিত হন।
২০০২ সালের ভোটার তালিকাকে ধরে ২০২৫ সালের ভোটার তালিকার সামঞ্জস্য রয়েছে কি না তা দেখতেই SIR। ভোটার ম্যাপিংয়ের কাজের অগ্রগতি নিয়ে তথ্য নেন কমিশনের প্রতিনিধিরা। তথ্য অনুযায়ী সব জেলাতেই কমবেশি ৪০ শতাংশ কাজ এখনও শেষ হয়নি। সেই কাজ দ্রুত শেষ করতে হবে।
সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেন, 'এসআইআর গোটা দেশের জন্য। শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। অন্যান্য রাজ্যে কাজ শেষ অথবা কোথাও কাজ শেষ পর্যায়ে সেখানে এ রাজ্য পিছিয়ে পড়লে কার্যত গোটা দেশে এসআইআর প্রক্রিয়া বাধা পাবে। তাই দ্রুত প্রক্রিয়া শুরু করতে হবে। এসআইআর বিজ্ঞপ্তি দ্রুত জারি জারি করা।
ভোটার তালিকার কাজের সাথে যুক্ত আধিকারিকদের অ্যাপস দেওয়া হয়েছে। বিঞ্জপ্তি জারির পর অ্যাপসের মাধ্যমে কাজ শুরু করতে হবে। এসআইআর প্রক্রিয়া শেষে পর কবে নির্বাচন হবে। তা নির্বাচন কমিশন জানাবেন৷ এস আই আর প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সাথে দ্রুত করা যায় তার চেস্টা করতে হবে সকলকে।"
আরও পড়ুন-Amitabh Bachchan:কথা রেখেছেন 'বাংলার জামাই'! অমিতাভ বচ্চনের সহায়তায় স্বপ্ন সত্যি বঙ্গতনয়ের!
ভোটার তালিকা তৈরি থেকে তালিকার যাচাই করণের কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা। সেই বিএলও-দের কাজকর্ম কেমন চলছে অথবা ভোটার তালিকা তৈরির কাজের স্বচ্ছতা আনতে নির্বাচন কমিশন যে নয়া ডিজিটাইজড পদ্ধতি অবলম্বন করেছে সে ব্যাপারে তারা কতটা প্রশিক্ষিত তা এই বৈঠকে যাচাই করেন কমিশনের প্রতিনিধিরা।
কমিশনের নির্দেশ অনুযায়ী যখন একজন বিএলও এনামুরেশন ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচাই এর কাজ করতে যাবেন ঘটনাস্থল থেকেই এই ইআরওনেট অ্যাপসে ভোটারের যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করতে হবে বিএলও-কে।
এই নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে গোটা তথ্য নজরদারি করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই নির্দিষ্ট প্রযুক্তি সম্বন্ধে বিএলও-রা কতটা ওয়াকিবহাল এদিনের বৈঠকে তা খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিদল। নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না বিএলও-দের সার্বিক কার্যকারিতা বিশেষ করে প্রযুক্তি নির্ভরতায় বিষয়টির খোঁজ নেন।
বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। সম্প্রতি ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এবার বাংলাতে SIR-এর প্রস্তুতি শুরু করছে কমিশন।